এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম

    ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম

    ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ হচ্ছে নষ্ট। পাশাপাশি এলাকার কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার জন্য মাঠ ব্যবহার করতে পারছে না। মাদ্রাসার মাঠে ডাটা চাষ করার কারণে স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন।

    সরেজমিনে দেখা যায়, ত্রিশালের উজানপাড়া আলিম মাদ্রাসার সামনের খেলার মাঠে সবজির চাষাবাদ করা হচ্ছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের এই মাঠটি মাদ্রাসার ছাত্রদের খেলাধূলার জন্য বরাদ্দ। মাদ্রাসার ছাত্রদের অভিযোগ তারা খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছেন দখলদারদের জন্য।

    মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ বলেন,মাদ্রাসার উদাসীনতার কারণে মাদ্রাসা মাঠে ডাটা চাষ হচ্ছে। এতে আমরা দীর্ঘদিন ধরে খেলাধুলা করতে পাচ্ছি না। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, আমাদের মাদ্রাসা মাঠে ডাটা চাষ করার করেন আমরা খেলাধুলা করতে পারি না।

    মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক দিন ধরে মাদ্রাসা বন্ধ থাকার কারণে পাশের মসজিদ কমিটি আমার অনুমতি ক্রমে মাদ্রাসা মাঠে ডাটা চাষ করেছেন। তবে আমি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেনি।


    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী বলেন, বিষয়টি আমি অবগত নয়, মাদ্রাসা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…