এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম

    চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম

    কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তাকর্মী মো. মনির হোসেন (৫৫)।

    রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উপজেলার সদরে অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ে।

    নিহত মনির হোসেন চান্দিনা পৌর এলাকার রারিরচর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই গবেষণা কেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো রবিবারও তাঁর দায়িত্ব শুরু হয় দুপুর ২টায়। তবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কেন্দ্রে একটি বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামতের কাজেও হাত দেন।

    প্রতক্ষ্যদর্শী ও অফিস সূত্রে জানা যায়, বিকেলে বৈদ্যুতিক কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন মনির হোসেন। সঙ্গে সঙ্গে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, “মনির হোসেনকে যখন আমাদের হাসপাতালে আনা হয়, তখন তাঁর মধ্যে কোনো প্রাণের চিহ্ন ছিল না। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।”

    এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে আমাদের কেউ অবহিত করেননি। তবে এখন যেহেতু বিষয়টি জানতে পেরেছি, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

    মনির হোসেনের এই অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা বলছেন, দায়িত্বশীল, পরিশ্রমী এবং আন্তরিক একজন মানুষ ছিলেন তিনি। নিজের কাজের বাইরেও যেকোনো প্রয়োজনে সবার আগে এগিয়ে যেতেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…