এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

    পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

    প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

    সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে দুপুর সাড়ে ১২ টায় মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ উদ্যানে প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    এ সময় তারা বলেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,১৭ বছরের পতিত স্বৈরাচারের পতনের পর তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমারা একটা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলি। নতুন শিশু পার্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাগল তোফাজ্জল কে হত্যা করার মাধ্যমে মব জাস্টিস শুরু করে, সেভাবে আমাদের পারভেজ কে হত্যা করছে। যারা জুলাই আন্দোলন করেছে স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা প্রত্যেকে পড়ার টেবিলে চলে গেছে,কিন্ত কিছু ক্ষমতা লোভী মহল প্রত্যেকটা ক্যাম্পাসে তদবির বাণিজ্য, এসি রুমে থাকা,মব জাস্টিসে উস্কে দিচ্ছে।

    কর্মসূচির নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মামুন বলেন, আমরা দ্রুত পারভেজ হত্যার বিচারের দাবি জানাচ্ছি এবং যারা হত্যাকারী তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যাতে এরকম হত্যাকান্ড আর না ঘটে সেজন্য কঠোর শাস্তির দাবি দিতে হবে।

    এছাড়াও, শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে ফেলবে, এটা কল্পনাও করা যায়না। এমন আচরণ আমরা ফ্যাসিবাদের হাতিয়ার ছাত্রলীগের আচরণে ও কাজে খুঁজে পেতাম। সন্ত্রাসীরা যে দলের, যে মতের হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…