এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নান্দাইলে শসা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম

    নান্দাইলে শসা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম

    ময়মনসিংহের নান্দাইলে শসা চাষ করে লাভবান কৃষকরা। ভালো ফলন ও বেশী দাম পেয়ে খুশী কৃষক। তাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাঁসি। শসা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। কম সময়ে বেশি লাভ হওয়ায় শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। অল্প সময়ে অধিক ফলন এবং বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা।

    উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি বছর নান্দাইলে ৪৩০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। উপজেলার চর বেতাগৈর, বীর বেতাগৈর, মোয়াজ্জেমপুর, আচারগাঁও, শেরপুরসহ বিভিন্ন ইউনিয়নে শশার আবাদ হয়েছে। এর মধ্য চর বেতাগৈর ইউনিয়নে শসার আবাদ বেশি হয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে শশা চাষ হয়েছে।

    এ বছর মৌসুমের শুরু থেকেই এ অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকায় শশার ভালো ফলন হয়েছে। খুচরা বাজারে বর্তমানে ৩০ টাকা কেজি ধরে শসা বিক্রি হচ্ছে। সরেজমিন চরশ্রীরামপুরে শসা খেতে গিয়ে দেখা যায় কৃষকরা দলবেঁধে পাইকারের নিকট শসা বিক্রি করছেন। অনেক কৃষক খেত থেকে শসা তুলছেন বিক্রির জন্য। চরশ্রীরামপুর গ্রামের কৃষক আতাউর, আসাদ, ছালাম, রিপন, দুলালসহ আরো অনেকেই জানান এবার শসার ভালো ফলন হয়েছে দামও বেশি পাচ্ছি। আমরা লাভবান হয়েছি।

    কৃষক চান মিযা বলেন, এ বছর ৩০ শতাংশ জমিতে আমি শসা চাষ করছি। খরচ বাদে ভালো লাভ হইছে আমার। এপর্যন্ত ৬০ হাজার টাকার শসা বিক্রি করছি।

    কৃষক মাহাবুল বলেন, আমি ৩০ শতাংশ জমিতে আমি শসা চাষ করছি। এখন পর্যন্ত ৫০ হাজার টাকার শসা বিক্রি করছি। পাইকারদের কাছে এক হাজার ৫০০ টাকা মণ দরে শসা বিক্রি করতে পারছি। পাইকাররা প্রতিদিন ট্রাকে করে এলাকা থেকে শসা নিয়ে যাচ্ছে ঢাকায়। এখানকার শশা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। শসা চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অনেকেই। পেয়েছেন আর্থিক সচ্ছলতা, হয়েছেন স্বাবলম্বী।

    উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান জানান, নান্দাইল উপজেলায় এ বছর ৪৩০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় অনেকেই শসা চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

    নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতান জানান, শসা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা শসা চাষে আগ্রহী হচ্ছেন। এবার শসা চাষ করে ভালো ফলন ও বেশী দাম পেয়ে খুশী কৃষকরা। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…