এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম

    স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম

    বরগুনার তালতলীতে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করে নেয় নাঈম নামের এক যুবক। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশের কাছে অভিযোগ দিলেও কোনো ধরনের সহযোগিতা করেনি পুলিশ। অপহরণের দুই দিন পরে মামলা দিতে গেলে স্কুল ছাত্রীর মাকে লাঞ্ছিত করে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে উপ-পুলিশ পরির্দশক শাহ আলমের বিরুদ্ধে।

    বুধবার(২৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে তালতলী থানায় মামলা করতে গেলে স্কুল ছাত্রীর মায়ের সাথে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগি পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া এলাকার বাবুল সরদারের ছেলে নাইমসহ তার পারিবারের লোকজন একই এলাকার নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে গত ২২ এপ্রিল সকালে অপহরণ করে নেয়। পরে দুপুরেই স্কুল ছাত্রীর মা থানায় এসে মেয়ে উদ্ধারের জন্য একটি অভিযোগ দেয়। ভিকটিমকে উদ্ধারে গড়িমসি দেখালে মা বাদী হয়ে ২৩ এপ্রিল রাত ৮ টার দিকে মামলা দিতে থানায় আসেন। এ সময় থানার (এসআই) শাহ আলম স্কুল ছাত্রীর মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের করে দেন। পরে বাদীর পরিবার ফের ঐ এসআই’র কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন? করেন। মামলা দিবেন আমার বিরুদ্ধে ? দেন।

    এবিষয়ে স্কুল ছাত্রীর মা বলেন, আমার মেয়ে অপহরণ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ দেই। তবে আমার মেয়েকে উদ্ধারে পুলিশ গরিমসি করেন। এরপরে আমি আজ রাতে থানায় গেলে মামলা না নিয়ে উল্টা আমার সাথে এসআই শাহ আলম আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের করে দেয়। তখন শাহ আলম আমাকে আরও বলেন আমি কেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে কেনো গেছি?। মেয়ের মা আরও বলেন, আমাকে যে গালিগালাজ করেছে তার প্রমাণ থানার সিসি ফুটেজে আছে।

    পুলিশের এসআই শাহ আলম বলেন, ভুক্তভোগীর সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে মামলা করে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন।

    তালতলী থানার ওসি শাহ জালাল বলেন, আমি শুনেছি প্রেম করে ঐ স্কুল ছাত্রী চলে গেছে। মেয়ের সাথে আমি কথা বলেছি। তিনি নিজ ইচ্ছায় চলে গেছে। এখানে অপহরণ হয়নি। নবম শ্রেনীর মেয়ে-ছেলে কি প্রেম করতে পারবে না। এছাড়া আমার কোনো এসআই ঐ মেয়ের মায়ের সাথে খারাপ ব্যবহার করে থানা থেকে বের করে দিছে সেটা জানা নেই। পরে আমরা মামলা নিবো।

    এবিষয়ে বরগুনা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল কে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…