এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪৯ এএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪৯ এএম

    ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪৯ এএম
    এভাবেই নিজেদের শ্রম বিক্রির জন্য অপেক্ষার প্রহর গুণে থাকেন শ্রমিকরা । ছবি- প্রতিনিধি।

    ময়মনসিংহের ত্রিশালে চলতি বোরো মৌসুমী ফসলের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ধান মাড়াই শুরু করেছে কৃষকরা, ফলে দেখা দিয়েছে শ্রমিক সংকট। কৃষকরা তাদের জমির ধান কাটতে হিমশিম খাচ্ছে।

    স্থানীয়ভাবে পর্যাপ্ত শ্রমিক না থাকায় বিভিন্ন উপজেলা থেকে কাজের সন্ধানে আসছে শ্রমিক। এমনই এক শ্রমিক বেচা-কেনার হাট বসেছে ত্রিশাল সাবরেজিস্টার অফিস সংলগ্ন রাস্তায়।

    শ্রমিকরা এখানে নিজেদের শ্রম বিক্রির উদ্দেশ্যে জড়ো হয়ে থাকেন। কৃষকরা নির্দিষ্ট দাম দিয়ে কিনে নেন তাদেরকে। মূলত সকাল এবং সন্ধ্যায় এই হাটে শ্রমিকরা তাদের শ্রম বিক্রি করার জন্য অপেক্ষা করে।


    শ্রমিকের হাটে কথা হয় নেত্রকোনা জেলার মদনের রবিউল মিয়ার সাথে। তিনি জানান, আমাদের এলাকায় কাজ নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। অভাবের সংসারের হাল ধরতে এখানে এসেছি। প্রতি বছর ত্রিশালসহ আশপাশের বিভিন্ন এলাকায় আমরা কাজ করি। এক মাস কাজ করলে ১৪-১৫ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরতে পারি।

    জামালপুর থেকে আসা রতন মিয়া বলেন, এ উপজেলায় মানুষগুলো অনেক ভালো। তারা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেন। কাজ শেষে পারিশ্রমিক দিয়ে দেন।

    স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এখানে শত শত শ্রমিক জড়ো হন। নির্দিষ্ট দামে বিক্রি হন তারা। কাজ পেলে তাদের মুখে হাসি ফুটে ,না পেলে মলিন মুখে অপেক্ষা করতে হয় পরবর্তী দিনের জন্য।

    স্থানীয় ব্যবসায়ী আনোয়ার বলেছেন, এখনও পুরোদমে বোরো ফসলের ধান মাড়াই শুরু হয়নি। সপ্তাহ খানেক পরে এই হাটে আরো বেশি শ্রমিক আসবে। কেউ বিক্রি হন একদিন, কেউ পাচঁ দিন, কেউ সাত দিন, কেউ আবার দশ দিনের জন্য বিক্রি হন।

    স্থানীয় শুটকি ব্যবসায়ী চানু মন্ডল বলেন, কৃষি শ্রমিকরা এই হাটে অনেক বছর ধরে আসে। অনেকের বাড়ি জামালপুর, শেরপুর, হালুয়াঘাট, নেত্রকোনা, মদন, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা উপজেলায়। তারা কৃষকদের জমিতে কাজ শেষ করে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, অফিসের বারান্দায় বা পরিত্যক্ত বিল্ডিংয়ে রাত্রিযাপন করেন। ধান কাটার মৌসুম শেষ হলে তারা চলে যান তাদের এলাকায়।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…