এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    অপহরণের মামলার জেরে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩১ পিএম
    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩১ পিএম

    অপহরণের মামলার জেরে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩১ পিএম

    আপন ভাইয়ের সকল সম্পত্তি হাতিয়ে নিতে বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের ঘটনায় মামলা করায় প্রাণনাশের হুমকি দেয় আসামী ও তাদের লোকজন। তাই নিজের ও মেয়ের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই এক যুবককে হাত-পা বেঁধে কুপিয়েছে সন্ত্রাসীরা।

    শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের রিফুজিপাড়া মোড়ে ওই যুবককে কুপিয়ে জখম করে ফেলে যায়।

    আহত যুবক গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ফয়সাল রহমান সোহেল (৪০)। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ফয়সাল রহমান সোহেল।

    আহত সোহেল জানান, আমাকে ও আমার ছয় বছরের মেয়েকে বাবার সম্পত্তি হাতিয়ে নিতে অপহরণ করে নির্যাতন করে আপন ভাই ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমান। এরই জেরে তাদের দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অপহরণের মামলা করেন সাবেক স্ত্রী। এই মামলায় গত ১০ এপ্রিল আদালত তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ এরপর থেকেই আসামীরা ও তাদের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার আদালতে তারা জামিন পায়। প্রাণনাশের হুমকির জেরে নিজের নিরাপত্তার দাবিতে গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করি।

    তিনি আরও বলেন, বিকেলে সংবাদ সম্মেলনের পর আজকে সকালে রিফুজিপাড়া মোড়ে মামলার আসামী ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমানের ঘনিষ্ঠ আনোয়ার মাস্টারের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী আমার হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কুপিয়ে জখম করে ও বেধড়ক মারধর করে। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা আমাকে হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানিয়েছি। আসামীরা জামিনে বের হয়েছে, এখনও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন অপহরনের শিকার ফয়সাল রহমান সোহেল।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর সম্পদের হিসাব চাইতে গেলে সকল সম্পত্তি দখল করে ভোগ করতে গতবছরের ১৯ আগষ্ট আমাকে ও ছয় বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতন করেন আপন ভাই ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমান। এ ঘটনায় আমার সাবেক স্ত্রী মামলা করলে গত ১০ এপ্রিল আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তাদের লোকজন আমাকে ও আমার মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

    তিনি আরও বলেন, আমার বাবার সকল সম্পত্তি আমাকে না দিয়ে সম্পূর্ণ ভোগদখল করে আছে ভাই ফয়েজ রহমান সুজন। আমাকে বঞ্চিত করার পর যেসব স্বজনরা আমাকে বুঝিয়ে দিতে বলছে তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার আদালতে শুনানি চলাকালীন সময়ে সেখানে আমাকে প্রবেশ করতে দেয়নি তাদের গুন্ডাবাহিনী।

    এর আগে গত ১০ এপ্রিল বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোমস্তাপুর আমলী আদালতের বিচারক সারমিন খাতুন ভাই ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মামলার প্রধান আসামী ফয়েজ রহমানের আপন ছোট ভাই মো. ফয়সাল রহমান সোহেল (৪০) ও ভাতিজি মোসা. ফামিয়া খাতুনকে (০৬) অপহরণ করে নির্যাতনের মামলায় তাদেরকে কারাগারে পাঠায় আদালত। মামলার বাদি অপহরনের শিকার ফয়সাল রহমান সোহেলের সাবেক স্ত্রী সায়লা সারমিন শোভা।

    গত ২৮ আগষ্ট গোমস্তাপুর থানায় তাদের দুজনকে আসামী করে মেয়ে ও সাবেক স্বামী অপহরণ ও নির্যাতনের মামলা করেন তিনি।

    এবিষয়ে অভিযুক্ত আনোয়ার মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

    গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন জানান, ঘটনার পরপরই আমাদেরকে ফোনে হামলার বিষয়টি জানায় আহত ফয়সাল রহমান সোহেল। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ তদন্ত সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…