এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম

    ৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম

    ৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে প্রতিবন্ধী বাচ্চু মিয়া (৪৭)। জন্মের দশ বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেন স্বাভাবিক চলার ক্ষমতা। এরপর থেকেই বসে বসে বাম হাতে ভর করে চলতে হয় তাকে।

    শারীরিক অক্ষমতা থাকলেও থেমে থাকেনি জীবন সংগ্রাম। পরিবারের ভরণপোষণ করতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি। যা পান, তাই দিয়েই চলে স্ত্রী ও তিন সন্তানের অভাবের সংসার। প্রতিদিন গড়ে ৩-৪শ টাকা সংগ্রহ করেন, কখনো বাড়িতে ফেরেন, কখনো আবার বাজারেই রাত কাটে।

    বাচ্চু মিয়ার ছোট ভাই রুহুল আমিন বলেন, আমার ভাই এক হাতে ভর করে চলতে খুব কষ্ট হয়। যদি কেউ একটা চেইনচালিত রিকশা দিত, তবে সে কিছুটা স্বাভাবিক চলাফেরা করতে পারতো।

    তার স্ত্রী রাশিদা বেগম জানান, আমার স্বামী হাতে ভর দিয়ে চলে, এতে তার অনেক কষ্ট হয়। একটা চেইনচালিত গাড়ি পেলে চলাচলে তার সুবিধা হতো।

    নিজের কষ্টের কথা তুলে ধরে বাচ্চু মিয়া বলেন, অনেক কষ্টে সংসার চলছে। চলাচলের জন্য বহু মানুষের কাছে একটি চেইনচালিত রিকশা চেয়েছি, কিন্তু এখনো পাইনি। যদি একটা রিকশা পেতাম, নিজে নিজেই চলতে পারতাম।

    এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, প্রতিবন্ধী বাচ্চু মিয়াকে আবেদন করতে বলেছি। আবেদন পেলে তার জন্য একটি চেইনচালিত রিকশার ব্যবস্থা করা হবে।

    এ বিষয়ে বিস্তারিত জানতে অথবা কেউ সহযোগিতা করতে চাইলে ভুক্তভোগী বাচ্চু মিয়ার মোবাইল নম্বর ০১৭৪৩৬৬৯৩৯৫ ও প্রতিবেদকের মোবাইল নম্বরে ০১৭৪২৫৫৬৬৮৭ যোগাযোগ করতে পারেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…