এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ফসল ও মৌসুমি ফল-ফলাদির ব্যাপক ক্ষতি

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পিএম

    ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ফসল ও মৌসুমি ফল-ফলাদির ব্যাপক ক্ষতি

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে বোরো ধান, ভুট্টার ক্ষেত, আম, কাঁঠাল, লিচু, কলা ও সুপারিসহ বিভিন্ন মৌসুমি ফল-ফলাদি এবং বনজ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

    সোমবার (২৮ এপ্রিল) ভোর ৪ টা ও শনিবার (২৬ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ ঝড় ও মৃদু শিলাবৃষ্টিতে বিদ্যুতের খুটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় রবিবার ও সোমবার প্রায় সারাদিন গোটা উপজেলা বিদ্যুৎ বিছিন্ন থাকে।

    উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, উপজেলা জুড়ে কালবৈশাখীর ঝড়ে ১৮ হেক্টর বোরো ধান, ৩৫ হেক্টর ভুট্টা ও ১ হেক্টর শাক-সবজি হেলে পড়েছে। তাছাড়া আম,কাঁঠাল, লিচু, কলাসহ বিভিন্ন ধরতি ফল ব্যাপকভাবে ঝরে পরেছে। গাছপালা উপরে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ী এবং ব্যবসা প্রতিষ্ঠান।

    শিমুলবাড়ী এলাকার ধান চাষি আইয়ুব আলী, এমদাদুল ও ভুট্টা চাষাবাদ আবেদ আলী জানান, তাদের প্রত্যেকের এক দেড় বিঘা ধান ও ভুট্টা ঝড়ে হেলে পড়েছে। তার ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।

    কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষাণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত শনিবারের রাতের কালবৈশাখী ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২২ থেকে ৩২ কিলোমিটার। এর সাথে ৪০.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার ২৮ এপ্রিল ভোর সাড়ে ৪ টায় বাতাসের গহতিবেগ ছিল ৩৭ কিলোমিটার এবং এর সাথে ৩.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, ঝড়ে ফসল নুয়ে পড়লেও নষ্ট হওয়ার আশঙ্কা নেই। তারপরও কৃষি বিভাগ ঝড়ে হেলে পরা ক্ষেতের কৃষকদের ফসল রক্ষার জন্য পরামর্শ অব্যাহত রেখেছে।

    কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় বলেন, ঝড়ে উপড়ে পড়া গাছপালা অপসারণে সংশ্লিষ্ট বিভাগগুলো ররিবার সকাল থেকে কাজ করছে। সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য আমরা নির্দেশনা দিয়ে আসছি। এছাড়াও দুযোগ ব্যবস্থাপনা শাখাকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…