এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম

    বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম

    নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে ছাত্রলীগের সাথে জড়িত বলে পুলিশে ধরিয়ে দিয়ে বন্ধুর প্রেমিকাকে (২২) ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত যুবক দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চন্ডিগড় গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকার রঙ্ধনু রিসোর্টে এ ধর্ষণের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে ধর্ষককে আটক করে। এরপর রাতেই মামলাটি দায়ের করেন ভূক্তভোগী তরুণী।

    এদিকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে আটক করানো ধর্ষকের বন্ধু মুন্না মিয়া (২৬) পুলিশ হেফাজতে রয়েছে। তিনি পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলার কুতিগাও গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাস কলেজে অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র। ধর্ষণের শিকার হওয়া তরুণী নেত্রকোনা শহরের ছোটগাড়া এলাকার বাসিন্ধা। তিনি ঢাকার একটি কলেজের সন্মান তৃতীয় বর্ষের ছাত্রী।

    পুলিশ, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না মিয়ার সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুর্গাপুরের বন্ধু দুর্জয়ের সাথে কথা বলে তার কথামতো গত সোমবার প্রেমিকাকে নিয়ে ওই রঙধনু রিসোর্টে ওঠে। মঙ্গলবার বিকালে প্রেমিক মুন্না খাবার কিনতে বাইরে গেলে তারই বন্ধু ছাত্রদল নেতা দুর্জয় পুলিশকে খবর দেয় মুন্না ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাকে আটক করায়।

    এদিকে ওই তরুণী রিসোর্টে খাবারের অপেক্ষা বসে থাকে। এদিকে এই সুযোগে দুর্জয় গিয়ে দরজা আটকে তরুণীকে ধর্ষণ করে। অন্যদিকে পুলিশের কাছে আটক থাকা মুন্না জানায় তার সাথে তরুণীও রয়েছে। পরে মুন্নাকেসহ পুলিশ রিসোর্টে গিয়ে ওই কক্ষের দরজা বন্ধ পায় এবং ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে আরও পুলিশ নিয়ে ফয়সাল আহমেদ দুর্জয়কে হাতেনাতে আটক করে এবং তরুণীকে উদ্ধার করে।

    এরপর ওই তরুণী নিজেই বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ফয়সাল আহমেদ দুর্জয়কে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান। তিনি আরও বলেন মুন্নাও তাদের হেফাজতে রয়েছে।

    এদিকে বুধবার ওই তরুণীকে মেডিকেলের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

    অন্যদিকে নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিনের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হচ্ছে। দলীয় সিদ্ধান্ত নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…