এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১২ পিএম
    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১২ পিএম

    শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১২ পিএম

    শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত যুবককে উদ্ধার করতে গিয়ে সৌদি প্রবাসী আজিজুল বেপারী মামলার আসামি হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে আজিজুল এ দাবি করেন।

    ভুক্তভোগী আজিজুল বেপারী জানান, গত ২৬ এপ্রিল দুপুরে পালং স্কুল এলাকার কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল হাসান আহত হয়ে তার বাড়ির সামনে পড়ে থাকেন। খবর পেয়ে তিনি নাজমুলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। এসময় কাশেম ভেন্ডারের লোকজন তার ওপর হামলা চালায় বলেও অভিযোগ করেন আজিজুল। পরে ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম ভেন্ডার ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    আজিজুল বেপারী বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলাম। কিছুদিন আগে দেশে ফিরেছি। আহত নাজমুলকে হাসপাতালে নেওয়ার কারণে এখন আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

    মামলার বাদী কাশেম ভেন্ডারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…