আন্তর্জাতিক শ্রম দিবস ২০২৫ উপলক্ষে গলাচিপায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় পৌর শহরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে থেকে র্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে পৌর মঞ্চে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আ. রশীদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. আহসান হাবিব এবং সদস্য সচিব মো. ফোরকান খলিফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসান বাবু। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পেশাজীবি ও সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
এদিকে একই সময়ে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের সদস্য সচিব শিপলু খান অনুসারীদের পৃথক ব্যানারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. রফিকুল ইসলাম খান এবং বিএনপি নেতা নেছার উদ্দিন রাড়ী প্রমুখ।
শ্রমিক দিবসের এ আয়োজনে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। দিনমজুর শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ নেওয়ারও কথা বলেন।
এসআর