এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলা-২ আসনের সাবেক এমপির বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১ মে ২০২৫, ১০:২৬ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১ মে ২০২৫, ১০:২৬ পিএম

    ভোলা-২ আসনের সাবেক এমপির বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১ মে ২০২৫, ১০:২৬ পিএম

    ভোলা -২ (দৌলতখান - বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গেল বুধবার জাহাঙ্গীর আলম নামের কথিত এক প্রবাসী বিএনপির নেতা দাবী করে ভোলায় একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ওই প্রবাসী ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তার গাড়ি ভাংচুর ও কর্মী সমর্থকদের মারধরসহ তাকে বাড়ি যাওয়ার পথে বাঁধা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন।

    তারা আরো বলেন, এই জাহাঙ্গীর আলম কে বা কি তার পরিচয় আমরা কেউই তা জানি না। তিনি কোথায় বিএনপির রাজনীতি করেছেন সেটাও আমরা অবগত নই। তাকে ১৭ বছরে এই দুই আসনের কোথায়ও দেখেননি বলেও জানান তারা।

    বিএন‌পি নেতারা আ‌রও জানান, সাবেক এ জন‌প্রিয় সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যাচার করে ভোলায় সংবাদ সম্মেলন করায় তথাক‌থিত ওই প্রবাসীর ওপর ক্ষোভে ফুঁসে উঠেছে বোরহানউ‌দ্দিন ও দৌলতখাঁন উপজেলার বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা। তারা কে‌ন্দ্রীয় নেতাদের কাছে এর উপযুক্ত বিচার দাবী করেন।

    উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান বলেন, জাহাঙ্গীর আলম নামের ওই ব্যাক্তি তার নিজ বাড়ি বোরহানউদ্দিনেই আসে নি তাকে কিভাবে বাঁধা দিবে। তাকে বাড়ি যাওয়ার পথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি অথবা তার সমর্থকদের গাড়ী ভাংচুর বা মারধর করেনি। আমাদের জানামতে জাহাঙ্গীর আলম বোরহানউদ্দিন উপজেলায় প্রবেশ করেনি কিংবা তার কোন সমর্থকদের দৃশ্যমান উপস্থিতি কেউ দেখেনি।

    এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নাসিম কাজি, সদস্য সচিব এডভোকেট কাজী মোহাম্মদ আযম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলি আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সাংগঠনিক সম্পাদক ফায়জুল ইসলামসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…