এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    পাকিস্তানকে ঘিরে উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ মে ২০২৫, ০১:১৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ মে ২০২৫, ০১:১৫ পিএম

    পাকিস্তানকে ঘিরে উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ মে ২০২৫, ০১:১৫ পিএম

    পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা) মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অনুমোদন পাওয়া এই সম্ভাব্য চুক্তির আওতায় ‘ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস’ বিষয়ক প্রযুক্তি এবং সি-ভিশন সফটওয়্যারসহ অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

    শুক্রবার (০২ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে ভারত এই প্রযুক্তি ও সরঞ্জাম পেতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভারতের নৌবাহিনীর সামুদ্রিক সচেতনতা, বিশ্লেষণ সক্ষমতা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।

    বিবৃতিতে বলা হয়, ‘এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষম করে তুলবে। এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না, তবে ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে।’

    ভারত সরকারের অনুরোধে যে সামগ্রীগুলো বিক্রির পরিকল্পনা রয়েছে, তার মধ্যে রয়েছে সি-ভিশন সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ, প্রশিক্ষণ ও বিশ্লেষণ সহায়তা, সফটওয়্যার সাপোর্ট, প্রযুক্তিগত দল এবং লজিস্টিক সহায়তা।

    যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই চুক্তি মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারে ভূমিকা রাখবে।

    এদিকে, জম্মু ও কাশ্মিরে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে ভারতের এমন সামরিক চুক্তি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতেও নতুন মাত্রা যোগ করতে পারে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…