এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ১০:২৯ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ১০:২৯ পিএম

    ভালুকায় অটোরিকশার রঙ ও নম্বর বাধ্যতামূলক: ইউএনও

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ১০:২৯ পিএম

    ভালুকা পৌর এলাকায় শৃঙ্খল ও সুপরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনার অংশ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত সকল অটোরিকশার জন্য নীল রঙ ও গায়ে লাইসেন্স নম্বর লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

    ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এক সরকারি বার্তায় এ নির্দেশনা প্রদান করেন।

    তিনি বলেন, “পৌর এলাকায় চলাচলকারী সকল লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা নীল রঙে রাঙাতে হবে এবং গায়ে বৈধ লাইসেন্স নম্বর স্পষ্টভাবে লিখতে হবে। আগামী ১৫ মে ২০২৫-এর পর কোনো রিকশা নীল রঙ ও লাইসেন্স নম্বর ছাড়া পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না।”

    ইউএনও জানান, নির্দেশনা অমান্যকারী অটোরিকশার বিরুদ্ধে জরিমানা, জব্দসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “এ উদ্যোগ নাগরিক দুর্ভোগ কমানো, অটোরিকশা চিহ্নিতকরণ সহজ করা এবং অবৈধ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।”

    এই সিদ্ধান্তে পৌর এলাকায় সড়ক শৃঙ্খলা, যাত্রী নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রশাসনের আশা। ইউএনও সকল অটোরিকশা মালিক ও চালকদের প্রতি যথাসময়ে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

    পৌর এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে যাত্রী হয়রানি কমবে এবং যানবাহন নিয়ন্ত্রণ সহজ হবে। তবে কেউ কেউ বলেছেন, সময়সীমা আরও কিছুটা বাড়ালে ভালো হতো, যাতে সব চালক প্রস্তুতি নিতে পারেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…