এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    হাবিপ্রবি সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৫, ০৮:৫৪ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৫, ০৮:৫৪ পিএম

    হাবিপ্রবি সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৫, ০৮:৫৪ পিএম

    দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাশেরহাট এলাকার খাবারের হোটেলগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হোটেলের খাবারের মান এবং দাম ঠিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কনজিউমার ইয়ুথ বাংলাদেশ, হাবিপ্রবি শাখার সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

    রবিবার (৪ মে) বিকেল পাঁচটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারী-পরিচালক মমতাজ রুনী, দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহাসহ কনজিউমার ইয়ুথ বাংলাদেশ, হাবিপ্রবির শাখার প্রতিনিধিরা।

    এ অভিযানে খাবার তৈরির জন্য নির্ধারিত স্থান, খাবার তৈরির কাচামালসহ হোটেলগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয় এবং নির্ধারিত দামের মূল্যতালিকা পর্যবেক্ষণ করা হয়। এসময় খাদ্যে ভেজাল এবং সংরক্ষণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগে ৫ টি হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভর্তিচ্ছু আগত পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারী পরিচালক মমতাজ রুনী। তিনি বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী এবং অভিভাবকসহ ব্যাপক জনসমাগম ঘটবে। তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আজকে রংপুর বিভাগীয় কার্যালয় এবং দিনাজপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমাদের এই যৌথ অভিযান। আজকে আমরা হোটেল মালিকদেরকে সতর্ক করেছি এবং আইন সম্বন্ধে জানিয়েছি।

    তিনি আরও বলেন, যেখানে আমরা সমস্যা পেয়েছি তাদেরকে আজকে আমরা প্রাথমিকভাবে জরিমানা করেছি। ভর্তি পরীক্ষার পুরোটা সময় জুড়ে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং পরবর্তীতে হোটেল মালিকরা স্বাস্থ্যবিধি না মানলে আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসবো।

    এসময় খাবারের হোটেলে অভিযানের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় রোধে অটোভ্যানচালক এবং যাত্রীদেরও সতর্ক করা হয়।

    উল্লেখ্য, আগামী ৫, ৬ এবং ৭ মে তিনদিন ধরে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। চারটি ইউনিটের ১৭৯৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭২৯৯৩ জন শিক্ষার্থী।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…