এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    ফিচার

    হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!

    রবিউল ইসলাম প্রকাশ: ৬ মে ২০২৫, ০৬:২৬ পিএম
    রবিউল ইসলাম প্রকাশ: ৬ মে ২০২৫, ০৬:২৬ পিএম

    হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!

    রবিউল ইসলাম প্রকাশ: ৬ মে ২০২৫, ০৬:২৬ পিএম

    রাজধানীর আদাবর এলাকায় হারিয়ে যাওয়া একটি পোষা পাখির সন্ধানে অভিনব উদ্যোগ নিয়েছেন তার মালিক। প্রিয় পাখিটির খোঁজ পেতে লাগিয়েছেন শত শত পোস্টার এবং ঘোষণা দিয়েছেন ২০ হাজার টাকার পুরস্কারের।

    হারানো ওই পাখিটির নাম ‘জিপসি’। এটি সান কনিউর প্রজাতির একটি উন্নতজাতের পাখি, যার গায়ের রং উজ্জ্বল হলুদ-কমলা। বয়স মাত্র ছয় মাস। গত ২৪ এপ্রিল ২০২৫ আদাবর এলাকার একটি বাসা থেকে পাখিটি উড়ে যায়। ‘জিপসি’ নাম ধরে ডাকলে এটি সাড়া দেয় বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।

    পাখিটির মালিক নূর সাকিব নিলয়ের সঙ্গে কথা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, পোষা পাখিটি বাসায় ছেড়ে দেয়া থাকতো। হঠাৎ গত ২৪ এপ্রিল দুপুরে বারান্দা থেকে সে উড়ে যায়। এরপর পাখিটির সন্ধানে আদাবর, শেখেরটেক, শ্যামলী, রিং রোড, নুরজাহান রোডসহ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ পোস্টার লাগিয়েছি। এছাড়া ফেসবুকের বিভিন্ন গ্রুপেও এ নিয়ে পোস্ট দেওয়া হয়েছে।

    পেশায় বেসরকারি চাকরিজীবী নিলয় জানান, শখের বসে ছয় মাস আগে তিনি ও তাঁর স্ত্রী ঢাকার রামপুরা থেকে মাত্র ২৮ দিন বয়সী নবজাতক পাখিটি ১৪ হাজার ৫০০ টাকায় কিনে আনেন। আদালা জাত এবং উজ্জ্বল হলুদ রঙের হওয়ায় দাম কিছুটা বেশি পড়েছিল।

    তিনি বলেন, আমরা একে ‘জিপসি’ নামে ডাকতাম। ভীষণ বন্ধুসুলভ পাখিটি আমার পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে বেড়ে উঠেছে। মানুষের সান্নিধ্যে খুবই অভ্যস্ত ছিল সে।

    জানা গেছে, সান কনিউর (Sun Conure) প্রজাতির এই পাখি সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় একটি নাম। যাকে অনেকেই জিপসি নামে ডাকেন। উজ্জ্বল হলুদ, সবুজ ও কমলা রঙের মিশেলে তৈরি এ পাখিটির রঙিন পালক সহজেই দৃষ্টি কাড়ে। বৈজ্ঞানিক নাম Aratinga solstitialis। এটি মূলত দক্ষিণ আমেরিকার গায়ানা, ব্রাজিল ও সুরিনাম অঞ্চলে দেখা যায়। ভালো যত্ন পেলে গড়ে ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে এই পাখি।

    পাখির মালিক নিলয় জানান, বাজারে এই প্রজাতির পাখির দাম সাধারণত ৭-৮ হাজার টাকা, কিন্তু তার পরিবারের জন্য এর মান অনেক বেশি। তাই তিনি ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন যাতে কেউ পাখিটি পেয়ে থাকলে ফেরত দিতে উৎসাহ পায়।

    তিনি জানান, 'জিপসি' মানুষের সান্নিধ্যে বড় হয়েছে, সে গাছে থাকবে না। হয়তো কোনো বাসার বারান্দায় ঢুকে গেছে অথবা কেউ ধরে ফেলেছে। কারণ ও খাওয়ার জন্য মানুষের কাছেই যাবে। তবে আমি তো সব বাসায় গিয়ে গিয়ে পাখি হারানোর খবর বলতে পারব না। তাই পোস্টার লাগিয়েছি যেন কেউ পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে যোগাযোগ করে।

    এত টাকা পুরস্কার ঘোষণার কারণ জানতে চাইলে নিলয় বলেন, অনেকেই ভাবতে পারেন, পাখিটি পেয়ে গেলে নিজের কাছেই রাখবেন। কিন্তু আমি এমন একটি এমাউন্ট (২০ হাজার টাকা) পুরস্কার হিসেবে ঘোষণা করেছি, যাতে উনি বুঝতে পারেন, এই পাখিটির সঙ্গে মালিকের গভীর আবেগ জড়িত। আমি চাই, কেউ যদি পাখিটি পেয়ে থাকে, তিনি যেন সেটি ফেরত দেন এবং এই পুরস্কারের অর্থ দিয়ে চাইলে আরেকটি পাখি কিনে নিতে পারেন।

    যদি কেউ পাখিটির সন্ধান পান বা ধরে রাখতে সক্ষম হন, তাহলে পোস্টারে দেওয়া নম্বরে (01792-825447) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন 'জিপসি'র মালিক নিলয়।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…