৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসুচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটদের কতৃক মারধরের ঘটনায় বিচারের প্রতিবাদ কর্মসূচী পালন করছেন তারা।
বুধবার (৭মে) সকাল ৮টা থেকে বেলা ১২ কলেজের সামনে দ্বিতীয় দিনের মত আজও অবস্থান কর্মসূচি ও কমপ্লিট শাটডাউন পালন করেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার ৬ মে কর্মসূচী পালন করতে গিয়ে শিক্ষকদের বাধার মুখে পরেন এবং শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ ৬ দফা দাবী জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটরা শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে শিক্ষার্থীরা আহত হয়।
শিক্ষার্থীরা জানান, ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসুচি পালন চলছে।
পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটদের কতৃক মারধরের ঘটনায় বিচারের প্রতিবাদ কর্মসূচী পালন করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানান তারা। তবে অভিযোগ মানতে নারাজ শিক্ষকরা। এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তাল অবস্থা বিরাজ করছে।
এসআর