এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে ছাত্রজনতার ঢল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ মে ২০২৫, ০৩:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ মে ২০২৫, ০৩:০৫ পিএম

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে ছাত্রজনতার ঢল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ মে ২০২৫, ০৩:০৫ পিএম

    আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী এক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুক্রবার (৯ মে) দুপুর ২ টা ৪০ মিনিটে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। ইতিমধ্যে সমাবেশে মানুষের ঢল নেমেছে।

    দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ছাত্রজনতা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশস্থলে এসে যোগ দিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শিক্ষার্থী ও সাধারণ জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। এছাড়া এখনও অর্ধশতাধিক মানুষ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করে যাচ্ছেন।

    সমাবেশে আসা মানুষজন বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের দুঃশাসনের সময় দেশের মানুষ অতিষ্ঠ ছিল। তাই আমরা তাদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অবিলম্বে আওয়ামী লীগ এবং সহযোগী অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

    এর আগে সকাল সাড়ে আটটার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী।

    জমায়েতে দল-মতনির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।

    নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, জুমার নামাজের পর ফোয়ারার সামনে ছাত্রজনতা অবস্থান নেবে। ফয়সালা করেই তাঁরা ঘরে ফিরবেন।

    এ সময় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ ইসলামপন্থী কয়েকটি দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…