এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ০৫:৩৬ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ০৫:৩৬ পিএম

    গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ০৫:৩৬ পিএম

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে এবারে ভর্তি পরীক্ষায় অভিভাবকদের ভোগান্তি লাঘবে নানামুখী উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি ‍প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আতিথেয়তায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।

    শুক্রবার ( ৯ মে ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিয়ারিং ভবন, একাডেমি ভবণ-১,একাডেমি ভবণ-২, এম এ ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবন ও মহুয়া ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

    এবছর তীব্র গরমে শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের ভোগান্তি ও কষ্ট লাঘব করতে পাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের শেডের নিচে বসার চেয়ার, ফ্যান, বিশুদ্ধ পানি, নাস্তা ও মেডিকেল সেবার ব্যবস্থা করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্যও পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পানির ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। প্রচণ্ড গরমে এসব মানবিক উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করছে উপস্থিত পরিক্ষার্থী ও অভিভাবকরা।

    নওগাঁ থেকে আসা অভিভাবক গোলাম রহমান বলেন, “প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে এলাম। কিন্তু প্রশাসনের আন্তরিক ব্যবস্থাপনা দেখে খুব ভালো লাগছে। খোলা জায়গায় ছায়া, পানির ব্যবস্থা, বসার চেয়ার—সবকিছু মিলিয়ে গরমের মধ্যে অপেক্ষার সময়টুকু অনেকটা আরামে কেটেছে।”

    রংপুর থেকে আসা আরেক অভিভাবক আব্দুল কুদ্দুস জানান, “বাচ্চারা ভেতরে পরীক্ষা দিচ্ছে, আর আমরা বাইরে দুশ্চিন্তায় থাকি—এটাই স্বাভাবিক। কিন্তু পাবিপ্রবিতে এসে সেই দুশ্চিন্তাও যেন কিছুটা কমে গেছে। এমন সুন্দর আয়োজন ও যত্নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

    পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, “আমরা চেষ্টা করেছি শুধু পরীক্ষার্থীদেরই নয়, অভিভাবকদেরও সর্বোচ্চ স্বস্তি দিতে। যাঁরা দূরদূরান্ত থেকে এসেছেন, তাঁদের যেন গরমে কষ্ট না হয়—সে কারণে বসার জায়গা, খাবার পানি, হালকা নাস্তা ও মেডিকেল সহায়তার ব্যবস্থা রেখেছি। ভর্তি পরীক্ষার পরিবেশ যেন সবার জন্য ইতিবাচক হয়, সেটিই ছিল আমাদের মূল লক্ষ্য।”

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…