এইমাত্র
  • স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
  • ‘এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়’
  • ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
  • খামেনিকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু
  • শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
  • কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
  • এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়
  • চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭
  • আজ সোমবার, ২ আষাঢ়, ১৪৩২ | ১৬ জুন, ২০২৫
    দেশজুড়ে

    দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ০৫:৪১ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ০৫:৪১ পিএম

    দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ০৫:৪১ পিএম

    দুই পক্ষের মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইয়াসিন আলী স্বপন (৩৫) নামের এক ব্যক্তি। তিনি ময়মনসিংহ নগরীর গন্দ্রপা এলাকার বাসিন্দা ও আনন্দ মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি এলাকায় একটি মুদি দোকান চালাতেন তিনি।

    বৃহস্পতিবার (০৮ মে) রাত ১০টার দিকে গন্দ্রপা মোড়ে স্বপনের দোকানের সামনে একটি মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ হত্যা মামলার বাদী সাদ্দাম হোসেনের সঙ্গে জামিনে থাকা আসামি দিলিপ, জুবাইল, হিরণসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। স্বপন তাদের বিরোধ থামিয়ে সাদ্দামকে নিরাপদে সরিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর দিলিপ ও তার সহযোগীরা ফিরে এসে স্বপনকে ধরে গন্দ্রপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। সেখানে স্বপনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। স্বপনকে বাঁচাতে এগিয়ে গেলে তার চাচাতো ভাই আমীর মিয়াকেও ছুরিকাঘাত করা হয়।

    স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার (৯ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়। গুরুতর আহত আমীর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    স্বপনের পরিবার জানায়, তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী, মা ও চার মেয়ে নিয়ে তার সংসার। স্বপনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

    এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…