এইমাত্র
  • স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
  • ‘এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়’
  • ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
  • খামেনিকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু
  • শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
  • কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
  • এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়
  • চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭
  • আজ সোমবার, ২ আষাঢ়, ১৪৩২ | ১৬ জুন, ২০২৫
    দেশজুড়ে

    ধামরাইয়ে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ১১:৩৭ পিএম
    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ১১:৩৭ পিএম

    ধামরাইয়ে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ১১:৩৭ পিএম

    ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

    শুক্রবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার গেন্ডা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন, সাভার উপজেলার বেগুনবাড়ী আমিন বাজার এলাকার মো. নজরুল দেওয়ানের ছেলে আব্দুল আজিজ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার দেওকা তারাগঞ্জ এলাকার দুলাল মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি এলাকার মো. আব্দুল আলীমের ছেলে মেহেদী হাসান।

    পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে টুটুল ও রফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়া বাইপাইল বাসস্ট্যান্ডে গাড়ীর জন্য অপেক্ষা করতে ছিলেন। এমন সময় একটি সাদা রংঙের প্রাইভেটকার তাদের সামনে এসে বলে আপনারা কোথায় যাবেন। তখন তারা দুইজনই বগুড়া যাওয়ার কথা বললে পাচঁশত টাকা ভাড়া ঠিক করে প্রাইভেট কারে উঠে বসেন। এসময় গাড়ীর ভিতরে যাত্রীবেশে তিনজন বসা ছিল। প্রাইভেটকারটি জিরানী বাজার এলাকায় যাওয়ার পর যাত্রীবেশে থাকা তিনজন লোক তাদের দুই জনের হাত, চোখ ও মুখ বেধেঁ ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকে। এরপর ছিনতাইকারীরা তাদের সাথে থাকা ১৪ হাজার আটশত টাকা, একটি স্মার্ট ফোন ও একটি বাটন মোবাইলসহ তাদের সঙ্গে থাকা একটি হাতঘড়ি নিয়ে যায়।

    ভূক্তভোগী আরো জানায়, সাথে থাকা টাকা ও জিনিসপত্র ছিনতাইয়ের পর তারা আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোড়াতে থাকে এবং মুক্তিপণ হিসাবে একলাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা আমাদের মারধর করে। এরপর তারা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামের সুমনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে হাত,মুখ ও চোখ বাধাঁ অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন একটি প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

    এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে ৪ ছিনতাইকারীকে আটকের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে চার ছিনতাইকারিসহ একটি প্রাইভেট (যার রেজিঃ ঢাকা মেট্রো-গ -২৯- ১৮৫২) আটক করে।

    ওসি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও ছিনতায়ের কথা স্বীকার করেছে আসামীরা। এ ঘটনায় অপহরণ কারীদের বিরুদ্ধে ভুক্তভোগী টুটুল ও রফিকুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…