এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৬:৪৯ পিএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৬:৪৯ পিএম

    আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৬:৪৯ পিএম

    অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা।

    শনিবার (১০মে) বিকাল ৫ টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

    বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

    কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘দফা এক দাবি এক-লীগ নট কাম ব্যাক, যদি তবে কিন্তু নাই-আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, সুশীলতা বন্ধ কর-আওয়ামী লীগ নিষিদ্ধ কর, একটা একটা লীগ ধর- ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তব্য রাখা জুলাই ব্রিগেডের সংগঠক সরদার রিয়াদ বলেন, সোজা কথা হচ্ছে- আওয়ামী লীগ জুলাই-আগস্টে আমাদের ভাইদের হত্যা করেছে তাদের অবশ্যই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। এটা ইন্টেরিম সরকারের আরও আগে করা উচিত ছিল।

    বক্তব্যে জুলাই রেভুলেশন অ্যালায়েন্সের সক্রিয় সদস্য লাবিব মুহাম্মদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো অজুহাত আমরা মানব না। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

    অপরদিকে শিক্ষার্থীদের ডাকা উত্তরা ব্লকেড কর্মসূচি ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেককেই হেঁটে রওনা দিতে দেখা গেছে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলতে থাকা ব্লকেড কর্মসূচি থেকে অনতিবিলম্বে আইন পাশ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায় শিক্ষার্থীরা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…