এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৮:০৫ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৮:০৫ পিএম

    ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৮:০৫ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব মিয়া (১৪) নামের এক শ্যালক খুন হয়েছে। অপর আরেক শ্যালক জিসান মিয়া (১৮) গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

    শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রাকিব ও গুরুতর আহত জিসান ওই এলাকার শামসুল হকের ছেলে। ঘাতক দুলাভাই নিহত কিশোরের আপন মামাতো ভাই ও ভগ্নিপতি ফারুক মিয়া (২৪)। সে একই এলাকার মৃত হাসেম বেপারীর ছেলে।

    শনিবার(১০ মে) দুপুরে কুলিয়ারচর ছয়সূতি এলাকা থেকে ঘাতক দুলাভাই ফারুক মিয়া ও তার মা হোসনা বেগমকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেল এর সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ মে দুপুরে ঘাতক ফারুক মিয়া তার স্ত্রী নাবিলাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। রাতে কাজ থেকে ফিরে নাবিলার ভাই জিসান তার দুলাভাই ফারুক মিয়াকে বোনের বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তাদের মধ্যে বাকবিতÐা হয়। এসময় জিসানের ছোট ভাই রাকিব এসে তাদের সামনে দাঁড়ালে দুই ভাইকে একসাথে মারধর করে ফারুক মিয়া।দুলাভাই ফারুক মিয়া তার শ্যালক রাকিব মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে ও আরেক শ্যালক জিসান মিয়াকে গুরুত্বর আঘাত করে। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। গুরুত্বর আহত রাকিব মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ও আরেক শ্যালক আহত জিসান মিয়াকে হাসপাতালে ভর্তি রাখে। শনিবার সকাল ৭টায় স্থানীয়রা জানতে পারে রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।

    নিহতের চাচা মো. সেন্টু মিয়া বলেন, ৬ বছর আগে আমার ভাতিজি নাবিলার সাথে প্রেম করে বিয়ে করে ফারুক। তাদের সংসারে ৫ বছর ও দুই বছরের দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ লেগে থাকতো। এলাকার বখাটে ছেলে ফারুক। সে নিয়মিত নেশা করতো। ৯ মে দুপুরে ফারুক তার বউকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। মারধরের বিষয়টি তার দুই শ্যালক জিজ্ঞাসা করতে গেলে তাদের দুই জনকে মারধর করে আহত করে ফারুক। গুরুতর আহত রাকিব ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। জিসান বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি রয়েছে।

    নিহতের চাচাতো বোন আফসানা বলেন, আমাদের এলাকার বখাটে ছেলে ফারুক। সে নেশা করে এলাকার মানুষদের সাথে নিয়মিত ঝগড়া করতো। ঘাতক ফরুক রাকিবকে হত্যা করেছে। আমার আরেক ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা ঘাতক ফারুকের ফাঁসি চাই।

    ভৈরব সার্কেল এর সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে শনিবার সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। রাকিব নামে কিশোরের মৃত্যুর ঘটনায় তার দুলাভাই ফারুক মিয়াকে পাশ্ববর্তী উপজেলার ছয়সূতি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    এ ছাড়াও ফারুকের মা হোসনা বেগমকেও গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…