এইমাত্র
  • স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
  • ‘এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়’
  • ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
  • খামেনিকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু
  • শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
  • কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
  • এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়
  • চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭
  • আজ সোমবার, ২ আষাঢ়, ১৪৩২ | ১৬ জুন, ২০২৫
    শিক্ষাঙ্গন

    আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:১৫ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:১৫ পিএম

    আওয়ামী নিষিদ্ধ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ববিতে মশাল মিছিল

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:১৫ পিএম

    আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে মশাল মিছিলটি বের করা হয়।

    বিক্ষোভ মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।

    আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে যে ঘোষণাপত্র রয়েছে, তা রূপরেখার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, আমাদের ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং তাদের নেতাকর্মীদের বিচারের আওতায় আনুন। একটি রাজনৈতিক দল হিসেবে দেশের রাজনীতিতে অংশগ্রহণের নৈতিক অধিকার আওয়ামী লীগ হারিয়েছে।”

    ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেঁজুতি বলেন, “আমাদের আজকের মশাল মিছিলের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি জানানো। আওয়ামী লীগ দেশে নানা ধরনের অপকর্ম করেছে এবং দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করা প্রয়োজন। যদি এখনই নিষিদ্ধ না করা হয়, ভবিষ্যতে অন্য কোনো দল এই সুযোগকে কাজে লাগিয়ে অনুরূপ অপকর্ম করতে পারে, যা আমরা চাই না।”

    রসায়ন বিভাগের শিক্ষার্থী ইমরান আল আমীন বলেন, “আজকের মশাল মিছিল ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহ নিষিদ্ধকরণের দাবিতে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। ভবিষ্যতেও একই দাবিতে কোনো কর্মসূচি থাকলে আমরা তাতে অংশগ্রহণ করবো।”

    মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের মমিনুল ইসলাম রানা, ইংরেজি বিভাগের শর্মিলা জামান সেঁজুতি, ফাইন্যান্স বিভাগের আলিম রেজা, ম্যানেজমেন্ট বিভাগের হাসিবুর রহমান শেখ, মার্কেটিং বিভাগের সজিব সৌরভ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হায়দার আলী প্রমুখ।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…