এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টেকনাফে মানব পাচারকারীদের জিম্মি ঘর থেকে ১৪ জন উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৪০ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৪০ এএম

    টেকনাফে মানব পাচারকারীদের জিম্মি ঘর থেকে ১৪ জন উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৪০ এএম

    কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের কবলে পড়া ১৪ জন অপহৃতকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শনিবার(১০ মে) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    বিষয়টি নিশ্চিত করে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “টেকনাফ ও আশপাশে বহুদিন ধরে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ চলছে। আমরা নিয়মিত এসব অপরাধ দমনে কাজ করছি। সম্প্রতি এমনই এক অপহরণ চক্রের জিম্মি দশা থেকে ১৪ জনকে উদ্ধার করতে পেরেছি। কারা, কী উদ্দেশ্যে এদের অপহরণ করেছে তা জানার জন্য আমরা ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    উদ্ধার হওয়া কক্সবাজারের বাসিন্দা মো. কাসেম ও মহিন উদ্দিন জানান, “আমরা ইনানীতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে এক সিএনজি চালকের প্রলোভনে টেকনাফে যাই। পরে আমাদের অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককেই জিম্মি অবস্থায় দেখতে পাই। পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে দুই লাখ টাকা আদায় করে আমাদের ১৮ দিন ধরে আটকে রাখে। পরিকল্পনা ছিল সাগরপথে পাচার করে দেওয়ার।”

    স্থানীয় এক বাসিন্দা জানান, “দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম এই এলাকায় মানব পাচার এবং অপহরণের সঙ্গে জড়িত। তার বাড়ি থেকেই অপহৃতরা উদ্ধার হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত তাকে এবং তার চক্রকে আইনের আওতায় আনা, না হলে এই অপরাধের ধারাবাহিকতা চলতেই থাকবে।”

    বিজিবি জানিয়েছে, মানব পাচার রোধে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…