এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ মে ২০২৫, ০৯:২৬ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ মে ২০২৫, ০৯:২৬ এএম

    ভোলাহাট সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ মে ২০২৫, ০৯:২৬ এএম

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুটি বাঙ্কার নির্মাণ করেছে। গত শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে প্রায় ২০০ গজ ভিতরে, ভারতের ভূখণ্ডে বালুর বস্তা দিয়ে এই বাঙ্কারগুলো নির্মাণ করা হয়।

    জানা গেছে, ৫৯ বিজিবির অধীনস্থ মহানন্দা ব্যাটালিয়নের আওতায় চরধরমপুর বিওপির বিপরীতে ভারতের ১২/মুচিয়া বিএসএফ ক্যাম্পের নিয়ন্ত্রিত এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

    এ বিষয়ে চরধরমপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নেই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

    আশরাফুল ইসলাম আরও জানান, সীমান্তবর্তী ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদিপশু চড়াতে যায়। তাদের যেন সীমান্ত অতিক্রম না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। বর্তমানে সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

    তবে বাঙ্কার নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য না করে স্থানীয় ইউপি সদস্য মো. সাদিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় জনগণকে সীমান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    এদিকে, সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও সীমান্তরক্ষী বাহিনীগুলোর শান্তিপূর্ণ অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে বড় কোনো উত্তেজনা তৈরি হয়নি।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…