এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ মে ২০২৫, ০১:০৪ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ মে ২০২৫, ০১:০৪ পিএম

    উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ মে ২০২৫, ০১:০৪ পিএম

    বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম নির্ধারণ করা থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই গ্যাসের সিলিন্ডার ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৪৫০ টাকা। অনুসন্ধানে এমন তথ্যের সত্যতা পাওয়া গেছে।

    উল্লাপাড়া পৌর শহরের মেসার্স রহমান স্যানিটারিতে অন্যান্য গ্যাস সিলিন্ডার বিক্রির পাশাপাশি প্রতিনিয়ত সরকারি গ্যাস সিলিন্ডার (বিপিসি) বিক্রয় করা হয় বলে বিভিন্ন তথ্য থেকে জানা যায়। এর সূত্র ধরে মোবাইলে যোগাযোগ করা হয় মেসার্স রহমান স্যানেটারি এর মালিক জাহাঙ্গীর আলম এর সাথে। তাকে প্রতিবেদক ক্রেতা সেজে কল দেয় সরকারি গ্যাস সিলিন্ডার (বিপিসি) কেনার জন্য। দাম জিজ্ঞেস করলে সে তাকে জানায় ১৪০০ টাকা পাইকারি মূল্য। তবে এটি ভোক্তা পর্যায়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯০ টাকা। প্রতিবেদক জাহাঙ্গীর আলম এর সাথে মোবাইলে যোগাযোগ করলে বিপিসির ৫ টি গ্যাস সিলিন্ডার কিনতে চাইলে তিনি পৌর শহরের কাওয়াক তার গোডাউনে আসতে বলেন।

    পরে সেখানে গেলে জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয় পেয়ে গ্যাস সিলিন্ডার নেই বলে জানান।

    এসময় তার সাথে কথা হলে তিনি বলেন বাঘাবাড়ি থেকে তারা সরকারি গ্যাস সিলিন্ডার (বিপিসি) কম দামে কিনে বাজারে অন্য গ্যাস সিলিন্ডারের সমান দামে বিক্রি করছে। বাজারে বিপিসি সিলিন্ডারের চাহিদা রয়েছে কারণ অন্য গ্যাস সিলিন্ডার ১২ কেজি থাকলে বিপিসি সিলিন্ডারে সাড়ে ১২ কোজি পাওয়া যায়। তাই অন্য গ্যাস সিলিন্ডারের চেয়ে এই গ্যাস সিলিন্ডারের ভোক্তারা ব্যবহার করেন।

    অভিযোগ উঠেছে মেসার্স রহমান স্যানেটারির মালিক আব্দুর রহমান পুরো উল্লাপাড়ায় খুচরা ও পাইকারি মূল্যে দিগুণ দামে সরকারি গ্যাস সিলিন্ডার বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিন যাবৎ এমন কর্মকান্ড পরিচালনা করলেও তিনি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক উল্লাপাড়া পৌর বাজারে এক দোকানদার বলেন বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের গ্যাস ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম থাকলেও তাদের কিনতে হচ্ছে ১৪৫০ টাকা করে। উল্লাপাড়া রহমান স্যানেটারিতে এই গ্যাস পাওয়া যায় বলে তিনি আরো জানান। উল্লাপাড়ায় বিপিসির গ্যাস সিন্ডিকেট করে রহমান স্যানেটারির মালিক জাহাঙ্গীর আলম বিভিন্ন এলাকায় পাইকারি ও ভোক্তাদের কাছে বেশি দামে সরবরাহ করছে।

    সিরাজগঞ্জ ভোক্তা অধিকার পরিষদের সহকারী পরিচালক সোহেল শেখ জানান যারা বেশি দামে ক্রয় করেছে অভিযোগ পেলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন কেউ যদি সরকারি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…