এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ত্রিশালে কবি নজরুলের জন্মজয়ন্তী জাতীয় ভাবে উদযাপনের দাবিতে মানববন্ধন

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ০১:৩৮ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ০১:৩৮ পিএম

    ত্রিশালে কবি নজরুলের জন্মজয়ন্তী জাতীয় ভাবে উদযাপনের দাবিতে মানববন্ধন

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ০১:৩৮ পিএম

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল মঞ্চে উদযাপনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ত্রিশাল। দাবী আদায়ে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। অনতিবিলম্বে দাবী পূরণ না হলে আরও বৃহত কর্মসূচী ঘোষণা করা হবে বলেও জানান ‘আমরা ত্রিশালবাসী’ নামক সংঘঠনের নেতারা।

    পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটরিয়মের সামনে একত্রিত হয়ে মহাসড়কে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

    ঘোষিত কর্মসূচীতে শিক্ষক, সুশিল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সমাজসহ ত্রিশালের আপামোর জনসাধারণ অংশ গ্রহণ করেন।

    বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদত , অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, সাংবাদিক রুকুনুজ্জামান সরকার রাহাদ, যুবদলনেতা মাহফুজুর রহমান কবীর, তাতীদলনেতা মামুন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারুফ হাসান, মেহেদী হাসান, হাসান সরকারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঘের নেতৃবৃন্দ।

    বক্তাগণ বলেন, আজকের এই কর্মসূচীতে যদি সরকারের দৃষ্টিতে না আসে তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা করেন।

    উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা আসলে ফুসে উঠে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল প্রেমিকরা। জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ত্রিশালের নজরুল মঞ্চে পালনের দাবীতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে ‘আমরা ত্রিশালবাসী’ নামে নজরুল ভক্তরা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…