এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:০১ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:০১ পিএম

    কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:০১ পিএম

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কলেজ সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় কয়েক দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে স্থানীয় প্রশাসনের জরুরি উদ্যোগে লোহার সিট বসিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আপাতত স্বস্তি ফিরলেও ঝুঁকিপূর্ণ এ কালভার্টের স্থায়ী সমাধানের দাবি এখন প্রবল।

    জানা যায়, গত সপ্তাহের শুরুর দিকে সাতকানিয়া সরকারি কলেজের সামনে অবস্থিত পুরনো কালভার্টটির উপরের অংশ হঠাৎ ধসে পড়ে। এতে কলেজ সড়ক দিয়ে চলাচলকারী হাজারো শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ দুভোর্গে পড়েন।

    সরেজমিন ঘুরে দেখা যায়, কালভার্ট ধসে সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়ে কয়েক দিন ধরে দুর্ভোগ পোহাতে হলেও এখন ভাঙা কালভার্টের ওপর লোহার সিট বিছানো হয়েছে। লোহার সিটের ওপর দিয়ে চলাচল করছে মোটরসাইকেল, সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং অন্যান্য যানবাহন।

    সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সায়েদ হোসেন মানিক বলেন, “প্রতিদিন আতঙ্ক নিয়ে যাতায়াত করতাম। কালভার্ট ভাঙার পর তো একেবারেই রাস্তা বন্ধ হয়ে গেল। এখন লোহার সিট বসানোয় চলাচল সহজ হয়েছে। তবে টেকসই সমাধান দরকার।”

    স্থানীয় বাসিন্দা মো. হারুনুর রশীদ বলেন, “আমরা প্রতিদিন বাজার, স্কুল, হাসপাতাল—সব জায়গায় এই সড়ক ব্যবহার করি। কালভার্ট ভাঙার পর চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আপাতত মেরামতে স্বস্তি পেয়েছি, কিন্তু স্থায়ীভাবে নতুন কালভার্ট চাই।”

    সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন বিশ্বাস বলেন, সড়কটির গুরুত্ব বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে কালভার্টের ওপর লোহার সিট বসানো হয়েছে। আমরা চেয়েছি, যান চলাচল একদিনও যেন বন্ধ না থাকে। পাশাপাশি স্থায়ীভাবে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নিচ্ছি।

    এদিকে, সাতকানিয়া সরকারি কলেজ, আশপাশের অন্তত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা সদর এই সড়কের মাধ্যমে যুক্ত। তাই এলাকাবাসী বলছে, সাময়িক সংস্কারে ভরসা নয়, দ্রুত টেকসই অবকাঠামো চাই। আপাতত লোহার সিটের ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হলেও, সাতকানিয়াবাসীর প্রকৃত স্বস্তি মিলবে নতুন ও টেকসই কালভার্ট নির্মিত হলে। প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপই পারে দীর্ঘদিনের এ জনদুর্ভোগের অবসান ঘটাতে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…