এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    ধর্ম ও জীবন

    সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:১২ এএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:১২ এএম

    সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:১২ এএম
    ছবি: সংগৃহীত

    চলতি বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

    সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।

    হজ কার্যক্রম পরিচালনাকারী হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৬ হাজার ২৫ জন হজযাত্রী। হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১০১টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

    চলতি বছরের হজ কার্যক্রমে এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৪৪৭ জন হজযাত্রীকে ভিসা প্রদান করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৯ শতাংশ ভিসা ইস্যু হয়েছে বলে জানা গেছে ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিসের হেল্প ডেস্ক সূত্রে।

    এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন। সর্বশেষ শনিবার নীলফামারী সদর উপজেলার মোহাম্মদ বয়েজ উদ্দিন (৭২) নামের এক হজযাত্রী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    এ বছরের হজ কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যাতে অংশ নেন ৩৯৮ জন হজযাত্রী। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, চলবে ১০ জুলাই পর্যন্ত। হজ কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে ৭০টি হজ এজেন্সি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…