এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৫:২০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৫:২০ পিএম

    হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৫:২০ পিএম

    শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল, তারা এখন তাদের সংস্কারের তালিম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

    আমীর খসরু আরও বলেন, আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তার আগে ২৭ দফা দিয়েছি, এর আগে খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন। এখন যারা সংস্কারের কথা বলছেন, তাদের কারও চেহারা আমরা দেখিনি। তখন তাদের অনেকেই রাস্তায় ছিল না, এখন বড় বড় কথা বলছে। এর বেশির ভাগের চেহারা আন্দোলন-সংগ্রামে দেখিনি।

    তিনি বলেন, সরকারের আচার-আচরণে মনে হচ্ছে, দেশ বিনিয়োগের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে। তবে গেল ১০ মাসে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে। আর বিনিয়োগের সার্কাস দেখানো হচ্ছে। এ নিয়ে কারও নাম বলতে চাই না। কারণ, এখন আর মানুষ বোকা না।

    ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে আমীর খসরু বলেন, যতদিন দেশে নির্বাচিত সরকার না আসবে, ততদিন বিনিয়োগ আসবে না। সেই ঝুঁকিতে বিনিয়োগকারীরা যাবেন না। বিশ্বময় বিনিয়োগের চিত্র হচ্ছে, বিদেশিরা দেখতে চান, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আছে কিনা, একটা নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা। বিনিয়োগ কোনো স্বল্পমেয়াদি বিষয় নয়, এটা দীর্ঘমেয়াদি ব্যাপার।

    বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে অতীতে কোনো দিন কোনো রাজনৈতিক দল জনগণের কাছে যায়নি বলেও দাবি করেন এই নেতা। তিনি বলেন, দিনের শেষ সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না।

    মানবিক করিডোর প্রসঙ্গে আমীর খসরু বলেন, এ সরকার কি নির্বাচিত সরকার, নিজে নিজে সিদ্ধান্ত নেবে? নির্বাচিত সরকার হলেও তাদের সবার সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে।

    ভাসানী জনশক্তির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আাবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য দেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…