এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৬:৪২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৬:৪২ পিএম

    ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৬:৪২ পিএম

    ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে।

    বৃহস্পতিবার (১৫ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন।

    অপরদিকে, একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দিতে যাচ্ছে।

    তবে গতকাল বুধবার রাতে ক্রেমলিনের প্রকাশিত একটি তালিকা অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো থেকে আসা প্রতিনিধি দলে থাকছেন না। ফলে পশ্চিমা কর্মকর্তারা সমালোচনা করেছেন, ক্রেমলিন শান্তি প্রচেষ্টার বিষয়ে 'সিরিয়াস' না।

    ক্রেমলিন জানিয়েছে, পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন, সেই সঙ্গে আরও তিন জন ঊর্ধ্বতন কর্মকর্তাও থাকবেন।

    এই সপ্তাহের শুরুতে, জেলেনস্কি রাশিয়ান নেতাকে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনা করার জন্য তুরস্কে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য আহ্বান জানান।

    জেলেনস্কি বলেছিলেন, তিনি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে দেখা করতে এবং পুতিনের জন্য অপেক্ষা করতে আঙ্কারা যাবেন।

    বিষয়টির সাথে পরিচিত একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, জেলেনস্কিসহ একটি ইউক্রেনীয় প্রতিনিধিদল বৃহস্পতিবার আঙ্কারায় পৌঁছানোর কথা। প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাকও রয়েছেন।

    এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পৃথকভাবে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে বলেন, আশা করি ইস্তাম্বুলের আলোচনা একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তিন বছরের প্রচণ্ড দুর্ভোগের পর, অবশেষে সুযোগের একটি 'জানালা' তৈরি হয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…