এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:০১ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:০১ পিএম

    গাজীপুরে বিএনপি কর্মীদের হামলায় সাংবাদিকসহ আহত ১২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:০১ পিএম

    গাজীপুরে কাপাসিয়া উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলা যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন গোয়েন্দা সংস্থা সদস্যসহ ১২ জন সাংবাদিক আহত হয়েছেন ।

    শনিবার (১৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় ক্যামেরাম্যান রকি হোসেনকে (২৬) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দুপুরে একটি মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম।

    সভা শেষ হওয়ার পরপরই দুপুর দেড়টার দিকে কাপাসিয়া থেকে ২০-২৫টি মোটরসাইকেলযোগে আসা একদল নেতাকর্মী ‘শাহ রিয়াজুল হান্নান’ নামধরে স্লোগান দিতে দিতে ঘটনাস্থলে এসে অতর্কিতে হামলা চালায়। তারা সভার চেয়ার, টেবিল, মাইক, সাউন্ডবক্স ও প্যান্ডেল ভাঙচুর করে। একপর্যায়ে একটি কক্ষে অবস্থানরত সাংবাদিকদের ওপরও চড়াও হয় এবং হামলা চালায় তারা।

    এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান রকি হোসেন ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে পেটানো হয়।

    হামলাকারীরা তার ব্যবহৃত ক্যামেরা, আইডি কার্ড, মাইক্রোফোন, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। পরে উপস্থিত সাংবাদিকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

    এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।

    এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিএনপির একটি মতবিনিময় সভা করছিলাম। সভা শেষ হয়ে যাওয়ার আধাঘণ্টা পর কাপাসিয়া থেকে ২০-২৫টি মোটরসাইকেলযোগে একদল নেতাকর্মী ওই সমাবেশস্থলে এসে অতর্কিতভাবে হামলা চালায়।

    তিনি আরও বলেন, তারা প্যান্ডেল, মাইক ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে যমুনা টিভির ক্যামেরাম্যানকে বেধড়ক মারধর করে আহত করে। তিনি এ ঘটনা নিয়ে দোষীদের শাস্তি ও বিচার দাবি জানান।

    এ বিষয়ে কাপাসিয়া থানার (ওসি) জয়নাল আবেদীন মন্ডল সময়ের কণ্ঠস্বর কে বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে আমি জানিনা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে, হামলার বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা না হবে ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…