এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০৫ এএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০৫ এএম

    বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০৫ এএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

    শনিবার (১৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।

    গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বেড় কালুয়া গ্রামের মো. ফজল শেখের ছেলে আমিরুল ইসলাম (৪০), আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামের মৃত. আব্দুল অদুদ শেখের ছেলে নাজমুল হাসান (৩৭) ও ফরিদপুর কোতয়ালি থানা এলাকার কবিরপুর গ্রামের আকমল শেখের ছেলে শহিদ শেখ (৪০)।

    এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা এলাকার বাসিন্দা উকিল শেখ নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহক থানায় মামলা করেছেন।

    মামলার বাদী উকিল শেখ বলেন, গত ১৬ মে গভীররাতে উপজেলার মালা এলাকায় আমার ধান ক্ষেতের সেচ পাম্পের নিকটে থাকা বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর আমি ও অপর এক পল্লী বিদ্যুতের গ্রাহক জামাল শেখ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে শুক্রবার সকালে থানায় এসে জানতে পারি, আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের নওয়াপাড়া হাওড়ের ব্রিজ এলাকা থেকে একটি পিকআপ ভর্তি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আটককৃতরা পুলিশের নিকট প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালা এলাকা থেকে ট্রান্সফরমার চুরির বিষয়টি স্বীকার করলে আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।

    এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ (মাহিন্দ্র) ও বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল (যার আনুমানিক বাজার মূল্য- ৮০,০০০ টাকা) জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…