এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:১০ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:১০ এএম

    বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:১০ এএম

    যশোরের বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় একজন ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইন, একটি হিরো পালসার (যশোর-হ-২০-৫২৭৪) মোটরসাইকেলসহ জয়ন্ত দত্ত (৩৪) নামে একজন ভারতীয় ট্রাক চালককে আটক করা হয়।

    আটক ট্রাক চালক জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী বেনাপোল বাজারের গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাদকের চালান নিয়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদলের নেতৃত্বে থাকা হাবিলদার হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে জয়ন্ত দত্তকে আটক করা হয়। পরে তার কাছে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন পাওয়া যায়।

    বিজিবি সূত্রে জানা যায়, জয়ন্ত দত্ত দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসা করে আসছে। সে যখনই আমদানি পণ বোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে আসে তখনই কোন না কোন মাদক নিয়ে আসে। পরে সেই মাদক বেনাপোলের একজন মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়। তার কাছে যে মোটরসাইকেলটি পাওয়া গেছে সেটি বাংলাদেশি একজন মাদক ব্যবসায়ীর। যাকে শনাক্ত করতে এবং আটক করতে বিজিবি অভিযান চালিয়ে যাচ্ছে। সে এবার একটি ট্রাকে (ডাবøুউবি-২৩ সি-২১৪২) করে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসে।

    বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, হেরোইনসহ আটক জয়ন্ত দত্তকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ, শুক্রবার (১৬ মে) রাতে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করে বিজিবি সদস্যরা।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…