এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রাজশাহীতে ভাতিজা হত্যার মামলার আসামি চাচা গ্রেপ্তার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মে ২০২৫, ০১:১৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মে ২০২৫, ০১:১৪ পিএম

    রাজশাহীতে ভাতিজা হত্যার মামলার আসামি চাচা গ্রেপ্তার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মে ২০২৫, ০১:১৪ পিএম

    রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা অটোচালক কাউসার আহমেদ রকি হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি মো. রবিউল ইসলাম ওরফে রুবেলকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব-৫)।

    রবিবার (১৮ মে) ভোরে র‍্যাব-৫ এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৭ মে) বিকাল ৫টায় র‍্যাবের একটি চৌকস দল ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৭'শ টাকা উদ্ধার করা হয়।

    হত্যাকাণ্ডের বিবরণে বলা হয়, নিহত রকি (২৫), পেশায় একজন অটোচালক। গত মঙ্গলবার পহেলা এপ্রিল গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামে অসুস্থ দাদিকে দেখতে গিয়ে পূর্ব শত্রুতার জেরে রবিউলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল তার বাড়ি থেকে ধারালো হাসুয়া নিয়ে এসে রকির ডান উরুতে কোপ দেয়, ফলে রকি গুরুতরভাবে রক্তাক্ত জখম হন। রক্তাক্ত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

    এ নারকীয় হত্যাকাণ্ড গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার পায়। রকির মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই রবিউল পলাতক ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করছিলেন।

    রবিউলের অবস্থান শনাক্তে র‍্যাব-৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। একপর্যায়ে তার গতিবিধি শনাক্ত করে বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউলকে গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…