এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে মাদকের রমরমা ব্যবসা, থামছে না সংঘাত

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:২৭ পিএম
    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:২৭ পিএম

    গাজীপুরে মাদকের রমরমা ব্যবসা, থামছে না সংঘাত

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:২৭ পিএম

    গাজীপুরের কাশিমপুরে মাদকের অবৈধ ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে মহানগরীর কাশিমপুরের রওশন মার্কেট ও মুচিপাড়া এলাকাকে কেন্দ্র করে মাদকের আস্তানা গড়ে উঠেছে।

    এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এসব এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকরী তৎপরতা দেখা যায় না।

    সূত্র জানায়, কাশিমপুরের বিভিন্ন স্পটে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক বিক্রি হয়। আর এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুন-গুম, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

    এলাকাবাসী জানান, মাদক চক্রের সাথে প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ থাকায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারছেনা।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, আমরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছি আর মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হুমকি-ধামকি আসে।

    স্থানীয় পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। কাউকে ছাড় দেওয়া হবে না। তবে বাস্তবে মাদক কারবারিদের অনেকেই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

    এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কঠোর মনোভাব ও এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া কাশিমপুরের মাদক সাম্রাজ্য ধ্বংস করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সামাজিক সচেতনতা ও তরুণ সমাজকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…