এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০২:৩১ পিএম
    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০২:৩১ পিএম

    ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০২:৩১ পিএম

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকার মীরপাড়া সংলগ্ন টঙ্কাবতী নদীর বিধ্বস্ত ভেড়িবাঁধ পুণঃ মেরামত না করায় বিশাল জনবসতিপূর্ণ এলাকাটির লোকজন নদী ভাঙ্গনের হুমকিতে দিনযাপন করছেন।

    গত বছরের ভয়াবহ বন্যায় উক্ত স্থানের ভেড়িবাঁধ তথা যাতায়াত সড়কটির কিছু অংশ বিধ্বস্ত হয়ে খালের গর্ভে বিলীন হয়েছে। ওই সময় বন্যার পানিতে স্থানটি তলিয়ে গিয়ে পুরো জনবসতি এলাকা প্লাবিত করে। এতে সংশ্লিষ্ট কূলবাসী ছাড়াও আশে পাশের পাড়ার লোকজন ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছিলেন। এমনকি স্থানটি বিচ্ছিন্ন হওয়ার আশংকাও দেখা দিয়েছিল। এখনো একই অবস্থায় রয়েছে। তাই আগামী বর্ষায় ভাঙ্গন আতঙ্কে আতঙ্কিত হয়ে দিনযাপন করছেন মীরপাড়াসহ পার্শ্ববর্তী তালুকদার পাড়া, মজুমদার পাড়া, মল্লিক ছোয়াং ও পার্শ্ববর্তী পদুয়া ইউনিয়নের বেশ কিছু এলাকার প্রায় ৪ হাজার লোকজনের। আসন্ন বর্ষার করুণ পরিণতির আশংকায় তাঁরা সময় অতিবাহিত করছেন।

    গত বছরের বন্যার বাণের পানিতে স্থানটি বিধ্বস্ত হওয়ার পর প্লাবিত এলাকার জনজীবন অসহায় হয়ে পড়েছিল। পানিবন্দী লোকজনের মানবেতর জীবন যাপনের হাহাকারে ওই সময় পরিবেশ ভারী হয়ে ওঠেছিল। এ কারণে বন্যার পরবর্তী সময়ে প্লাবিত এলাকার লোকজন স্থানটি সংষ্কারপূর্বক মেরামত করার জন্য বিভিন্ন উপায়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে কাকুতি-মিনতি করেও ব্যর্থ হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়ে গেছে বলেও অভিযোগ স্থানীদের। বর্তমানে এলাকাবাসী খালের পূণঃভাঙ্গন আশংকায় সময় কাটাচ্ছেন।

    সরজমিনে পরিদর্শনকালে দেখা যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকার মীরপাড়া নামক স্থানে টংকাবতী নদীর পাড় ভেঙ্গে গেছে যার ফলে মানুষের যাতায়তের রাস্তাটুকু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর হালকা ভাঙ্গলেই এলাকার মানুষের ঘর বাড়ি নদীতে পড়ে যাবে। জরুরী ভিত্তিতে এ স্থান সংষ্কারপূর্বক পূণঃ মেরামত না করলে আসন্ন বর্ষায় বাণের পানির ভয়াবহ প্লাবনে স্থানটি বিচ্ছিন্ন হয়ে পুরো এলাকাকে লন্ডভন্ড করে তুলবে।

    পরিদর্শনকালে মীর পাড়ার বাসীন্দা ও আমিরাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শাহাব উদ্দীন জানান, উক্ত বিধ্বস্ত স্থানটি আগামী বর্সায় বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বেশী। যদি বিচ্ছিন্ন হয় উল্লেখিত পাড়াসমূহ ছাড়াও বিশাল জনবসতি এলাকার লোকজন করুণ পরিণতির সম্মুখীন হবেন। অসংখ্য বাড়িঘর, বিস্তৃত ফসলী ক্ষেত , মাছভরা পুকুর ও যাতায়াত সড়কসমূহ প্লাবিত হয়ে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তখন পানিবন্দী লোকজনের আহাজারী শুনার কেউ থাকবেনা। পুরো এলাকার অনেক জনবসতির লোকজন হারিয়ে ফেলবে তাঁদের সহায়-সম্বল। তাই, তাঁরা কালবিলম্ব না করে অতি জরুরী ভিত্তিতে বড় ধরনের সর্বনাশ না ঘটার পূর্বে স্থানটি সংষ্কারপূর্বক পূণঃ মেরামতের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

    এ প্রসঙ্গে আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম'র সহিত মুঠো ফোনে আলাপ করলে তিনি জানান, বিধ্বস্ত স্থানটি জনস্বার্থে জরুরীভিত্তিতে মেরামত করা প্রয়োজন। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে ওই স্থানটি বিচ্ছিন্ন হয়ে লোকজনের বড় ধরণের সর্বনাশ ঘটাবে। তিনি এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের শুভ দৃষ্টি কামনা করেছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…