এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টেকনাফে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০১:৪৬ এএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০১:৪৬ এএম

    টেকনাফে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ০১:৪৬ এএম
    ফাইল ছবি

    কক্সবাজারের টেকনাফে একটি বসতবাড়ি থেকে মিনারা বেগম (৩৫) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (১৭ মে) রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি দল টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয়া পাড়া এলাকার বসতবাড়ি থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়।

    নিহত নারী হলেন- উক্ত এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী। তাঁর বাবার বাড়ি অত্র উপজেলার অন্তর্গত প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পূর্ব পাড়া এলাকার। মিনারা তিন সন্তানের জননী।

    এবিষয়ে পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার রাতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নারীর মৃতদেহটি উদ্ধার করে।

    গলায় রশি লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর। ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ বলে জানায় পুলিশ।

    এবিষয়ে নিহত মিনারা বেগমের বড় ভাই মোহাম্মদ ইলিয়াস গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, গতকাল রাতে তাঁর ছোট বোনের স্বামী মোহাম্মদ ইব্রাহিম ফোন করে মিনারা বেগমের মৃত্যুর বিষয়টি আমাকে অবিহিত করলে। বোনের শ্বশুরবাড়িতে গিয়ে দেখি ঘরের দরজায় তালা লাগানো। এরপর তালা খুলে দেখতে পায় বোনের লাশ ঝুলে রয়েছে। তবে পা দুটো রুমের ফ্লোরে লেগে আছে। এসময় নিহতের স্বামী ইব্রাহিম বাড়িতে উপস্থিত ছিলোনা।

    গত কয়েক মাস ধরে যৌতুকের দাবিতে তার বোনকে নির্যাতন করে আসছিলেন ইব্রাহিম। আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করেছে ঘাতক ইব্রাহিম। এরপর মৃতদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন ইলিয়াস। জড়িত অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করবেন বলেও জানান তিনি।

    এদিকে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, ঘটে যাওয়া ঘটনার পর থেকে নিহত নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    এব্যাপারে রবিবার সন্ধ্যার দিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাতে খবরটি পাওয়ার সাথে সাথে মৃতদেহটি উদ্ধার করা হয়। সুরুতহাল রিপোর্ট শেষ করে লাশের ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে কোন রহস্য লুকিয়ে আছে কিনা সেই বিষয়টিও তদন্ত করার জন্য গোয়েন্দা নজরদারি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…