সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে এক ট্রাক ভর্তি ১০ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী।
জব্দকৃত পলিথিনের মালিক আসাদুল ইসলাম রংপুর পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামের ফজল হকের ছেলে। তিনি ঢাকা থেকে রংপুরের উদ্দ্যেশ্যে ট্রাক ভর্তি পলিথিন নিয়ে যাচ্ছিলেন।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এই তথ্য নিশ্চিত করেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ১০ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ ও মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও আইন শূঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ।
এনআই