এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বর্ণিল আয়োজনে 'বিইউ রেডিওর' ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:২১ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:২১ পিএম

    বর্ণিল আয়োজনে 'বিইউ রেডিওর' ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:২১ পিএম

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত একমাত্র রেডিও স্টেশন ও সংগঠন বিইউ রেডিও আজ ১৯ মে (সোমবার) উদযাপন করেছে তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি ছয় বছর অতিক্রম করে সপ্তম বর্ষে পদার্পণ করলো।

    এ উপলক্ষে সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। এছাড়াও বিইউ রেডিওর উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

    অনুষ্ঠানে উপাচার্য বিইউ রেডিওর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, "এই রকম শিক্ষার্থী নেতৃত্বাধীন উদ্যোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।"

    বিইউ রেডিওর সভাপতি সাকিব মাহমুদ বলেন, "এই সংগঠন একদিন জাতীয় পর্যায়েও নিজস্ব অবস্থান তৈরি করবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়কে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করবে।"

    প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই বিইউ রেডিও নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠেছে এই সংগঠনটি।

    বিইউ রেডিওর এই এগিয়ে চলার পথচলায় শুভকামনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…