এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৬:৪১ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৬:৪১ পিএম

    ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৬:৪১ পিএম

    ভোলার বোরহানউদ্দিনে পৃথক দু'টি দুর্ঘটনায় এক কিশোরসহ দু'জনের মৃত্যু হয়েছে। অপর আরেকটি ঘটনায় হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছেন।

    মঙ্গলবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলায় পৃথক এই তিনটি দুর্ঘটনা ঘটে।

    পুলিশ এবং কয়েকটি আইনপ্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের জামালকান্দি এলাকায় সকাল ৮টার দিকে ইট বোঝাই একটি ট্রলি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এসময় পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মিজানুর রহমান নামে ট্রলির চালক মারা যান। তিনি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

    অপরদিকে, একই ওয়ার্ড থেকে মো. তানজিল ইসলাম নাহিদ নামের এক কিশোরের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নাহিদ ওই ওয়ার্ডের মো. শফিজল হাওলাদারের ছেলে।

    পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, নাহিদ প্রায়ই তাঁর মাকে টাকার জন্য মারধর করতো। সে নেশাগ্রস্ত ছিল। সোমবার রাতের কোনো একসময় ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

    এছাড়াও বেলা দেড়টার দিকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।

    বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, বোরহানউদ্দিন উপজেলায় যে দু'টি মৃত্যুর ঘটনা ঘটেছে। সে দু'টি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

    এছাড়াও নিখোঁজ শিশুটিকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন তজুমদ্দিন থানার ওসি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…