এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    তীব্র ক্ষুধায় পশুর খাদ্য খাচ্ছেন গাজার মানুষ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:০৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:০৪ পিএম

    তীব্র ক্ষুধায় পশুর খাদ্য খাচ্ছেন গাজার মানুষ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:০৪ পিএম
    সংগৃহীত ছবি

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের কারণে পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। গত আড়াই মাস ধরে সেখানে কোনো খাদ্য বা অন্য কিছু ঢুকতে দেয়নি ইহুদিবাদীরা। এতে করে গাজার মানুষ ব্যাপক খাদ্যাভাবে পড়েছেন।

    পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানকার মানুষ পশুর খাবার ও বালুযুক্ত আটা খেতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার (২০ মে) এমনই ভয়াবহ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    খাদ্যের অভাবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। পশুর ও বালুযুক্ত খাবার খাওয়ায় তারা ডায়রিয়া ও চরম দুর্বলতায় ভুগছে।

    গাজায় ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। এ কারণে দখলদার ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। জাতিসংঘের সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায় শ্রেণিবিভাগের (আইপিসি) তথ্য অনুযায়ী, যুদ্ধ ও ইসরায়েলের অবরোধের কারণে গাজার ৯ লাখ ৩০ হাজার শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। শুধুমাত্র এ বছরের মার্চের শুরু থেকে এখন পর্যন্ত খাবার না পেয়েছে সেখানে ৫৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    আইপিসি জানায়, দখলদাররা যদি অবরোধ অব্যাহত রাখে তাহলে প্রায় পাঁচ বছরের নিচের ৭১ হাজার শিশু আগামী ১১ মাসের মধ্যে তীব্র অপুষ্টিতে ভুগবে।

    এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় আজ প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েলে। আড়াই মাসের বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রাখার পর গতকাল সোমবার তারা প্রথমবারের মতো গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেয়। এদিন অবশ্য গাজায় প্রবেশ করে মাত্র পাঁচটি ট্রাক।

    আজ ১০০টি ট্রাক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক অফিস। সংস্থাটির মুখপাত্র জেনস লার্কে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, “আমরা গাজায় আরও ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি। যা গতকালের চেয়ে অনেক বেশি।” কতগুলো ট্রাক? এমন প্রশ্ন করলে তিনি বলেন, “প্রায় ১০০টি”।

    গতকাল সোমবার করিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় ট্রাকগুলো ঢুকে। ইসরায়েলিরা এ নিয়েও মিথ্যাচার করেছে। তারা বলেছে গাজায় ৯টি ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু জাতিসংঘের এ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দখলদাররা মাত্র পাঁচটি ট্রাক প্রবেশ করতে দেয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…