এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘কুইন্স কেয়ার’ সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:২০ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:২০ পিএম

    ‘কুইন্স কেয়ার’ সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:২০ পিএম

    যশোর শহরে বেসরকারি চিকিৎসালয় কুইন্স হসপিটালে 'কুইন্স কেয়ার সার্ভিস' চালু করা হয়েছে।

    মঙ্গলবার (২১ মে) নতুন এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    এ সার্ভিসে নিজের ঘরে বসেই রোগীরা চিকিৎসা সেবা পাবে। দুই হাজার টাকার প্যাকেজে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয়-আয়ার সার্ভিস। এছাড়া থাকছে রোগীর প্রয়োজন অনুযায়ী বিপি, ইসিজি, ডায়াবেটিস, কার্ডিয়াক পালস মনিটরিং ও অক্সিজেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাহিনুল হক রিয়ন বলেন, কুইন্স কেয়ার সার্ভিস চালুর মধ্যে দিয়ে একটি স্বপ্নের বাস্তবায়ন হলো। দীর্ঘদিন ধরে স্বপ্ন লালন করে আসছিলাম। কীভাবে কুইন্স হাসপাতালের উন্নত চিকিৎসা সেবা আরও সহজে এবং সুবিধাজনকভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আজ সেই স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে কুইন্স কেয়ার সার্ভিসের মাধ্যমে। হাসপাতালের রোগীর ভিড়, যাতায়াতে দুর্ভোগ ও সময়ের অভাবে অনেক সময় বয়স্ক এবং শয্যাশায়ী রোগীদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণকে কঠিন করে তোলে। এসব সমস্যার কথা বিবেচনা করে কুইন্স কেয়ার সার্ভিস চালু করা হয়েছে।

    এএসএম মাহিনুল হক রিয়ন আরও বলেন, কুইন্স কেয়ার সার্ভিসের আওতায় রোগীরা ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের কাছ থেকে টেলিমেডিসিন পরামর্শ নিতে পারবেন। ব্লাড স্যাম্পল কালেকশনের জন্য হসপিটালের প্রশিক্ষিত টিম রোগীর বাড়িতে পৌঁছে যাবে। ফলে পরীক্ষার জন্য অধিক বয়স্ক মানুষকে সবসময় হাসপাতালে আসার প্রয়োজন হবে না। নিভুল রিপোর্ট এর জন্য স্যাম্পল এনালাইসিস করা হবে কুইন্স হসপিটালের নিজস্ব ল্যাবে। এতে বয়স্ক রোগীরা অনেকটা উপকৃত হবে।

    এসময় উপস্থিত ছিলেন হসপিটালের পরিচালক আবিদ রহমান রিফাত, ডা. এ আর আহসান রেদোয়ান, ডা. মেহেদি হাসান, সিনিয়র ম্যানেজার মিঠু সাহা, মেডিকেল সার্ভিস, ম্যানজার বাবুল হোসেন, আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল, মার্কেটিং ম্যানেজার ইমরান হোসেন, চিফ একাউন্টেন্ট আফরোজা সুলতানা, ডায়ালাইসিস ইনচার্জ আব্দার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে হসপিটালের নার্সিং সুপার ভাইজার ও বিভিন্ন বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…