এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ১১:০৮ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ১১:০৮ পিএম

    জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ১১:০৮ পিএম

    ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের বৃত্তি পাড়ার জামে মসজিদের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

    মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন কুসুমপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করেন।

    বুধবার (২১ মে) রাত ১০ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুসুমপুর বিওপির নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বৃত্তি পাড়ার জামে মসজিদের পাশে বুধবার সকাল ৯ টার সময় অভিযান চালায়। এ সময় রাস্তার উপর থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।

    আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার নিশানবাড়ীয়া গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে আসলাম ফকির (৫৩), বারইখালী গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৪৩), পিরোজপুর জেলার চন্ডিপুর গ্রামের মুদাচ্ছের আলী গাজীর ছেলে নাসির গাজী (৩৭), নড়াইল জেলার চরআড়িয়ারী গ্রামের হান্নান মৃধার ছেলে হাবিবুল্লা মৃধা (১৭) এবং ভোলা জেলার দালালপুর গ্রামের মো. সুমনের ছেলে সজিব (১৬)।

    আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, তারা বিভিন্ন সময় বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। এরপর তারা ভারতের মুম্বাই শহরে রাজমিস্ত্রীর কাজ করতেন। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…