এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:৪৯ পিএম
    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:৪৯ পিএম

    নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:৪৯ পিএম

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল আবছার বাপ্পি এবং সাধারণ সম্পাদক হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মোমেন আহাম্মেদ।

    শনিবার (২৪ মে) নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের অফিশিয়াল ফেসবুকের পেইজ থেকে নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পিয়াল সাহা, সহ-সভাপতি (হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ২০২১-২২), নাদিয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ২০২১-২২), মো. সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক (ইংরেজি ভাষা ও সাহিত্য, ২০২১-২২)

    নবনির্বাচিত সভাপতি আবুল আবছার বাপ্পি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সেই আলোকে আমরা পূর্ববর্তী সাফল্যকে ধারণ করে আরও দায়বদ্ধভাবে কাজ করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, পরিবর্তনের সূচনা হয় ছোট ছোট উদ্যোগ দিয়ে। সেই ছোট ছোট উদ্যোগগুলোই একদিন বড় অর্জনে রূপ নেয়। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা সৃষ্টি করা, তাদের প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে তোলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়তা করা। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি এবং সত্যিকারের পরিবর্তন নিয়ে আসতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে।

    সাধারণ সম্পাদক মোমেন আহাম্মেদ বলেন, “আমরা ক্লাবের সাধারণ সদস্যদের নিয়ে নিয়মিতভাবে ক্যারিয়ার-সংক্রান্ত গাইডলাইন, সেমিনার, ওয়ার্কশপ, প্রতিযোগিতা এবং বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রাম করে থাকি, যেনো তারা বাস্তব জীবন এবং ক্যারিয়ারের প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা ক্যারিয়ার ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী ক্যারিয়ার সহযোগিতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারব। সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

    উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও প্রফেশনাল দিকনির্দেশনায় কাজ করে আসছে। ক্লাবের প্রধান উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে ক্যারিয়ার গাইডেন্স প্রদান, সিভি লেখা ও ইন্টারভিউ প্রস্তুতিতে সহায়তা, জব মার্কেট সম্পর্কে ধারণা দেওয়া, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপন এবং নেটওয়ার্কিং ও প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট।

    বিশ্ববিদ্যালয়জুড়ে ক্যারিয়ার সচেতনতামূলক কাজের জন্য ইতোমধ্যে ক্লাবটি শিক্ষার্থীদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। নতুন নেতৃত্বের হাত ধরে এই ধারা আরও বেগবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…