এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৭:৩২ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৭:৩২ পিএম

    ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৭:৩২ পিএম

    পাবনার ঈশ্বরদীতে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে চররুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ রেজার অপসারণের দাবিতে সড়কে নেমে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    শনিবার (২৪ মে) সকালে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    মানববন্ধনে বক্তব্য দেন, রুপপুর উচ্চ বিদ্যালয়ের (অবঃ) সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও অভিভাবক সদস্য মাসুদ রানা , উপজেলা যুবদলের সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র নাঈমুর রহমান লালচাঁদ, প্রাক্তন ছাত্র শিবলু আহম্মেদ সহ অন্যান্যরা। এসময় স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, শিক্ষক নামের কলঙ্ক, লম্পট পারভেজ রেজা ২০০৬ সালে বাঘইল স্কুলে চাকরিরত অবস্থায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে সাময়িক বরখাস্ত হন। কয়েকমাস পরে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে আবারো চাকরী ফিরে পান। ২০১১ সালে চররূপপুর স্কুলে যোগদানের পর থেকেই নানা দূর্নীতি, অনিয়ম আর নিজের স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়টিকে ব্যাক্তিগত অফিস বানিয়েছেন।

    এক যুগ ধরে বিদ্যালয়ের বরাদ্দকৃত বিভিন্ন খাতের টাকা ভূয়া ভাউচার তৈরী করে তিনি লোপাট করেছেন। সাম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষে ধুমপান, শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার ও পরীক্ষার খাতা মূল্যায়ন সহ শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমান পাওয়া যায়। এসব ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা শিক্ষা কর্মকর্তা তদন্তের নির্দেশ দিলেও উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে বিষয়গুলো আবারো ধামাচাপা দেওয়াট চেষ্টা চলছে। তাকে অপসারণ না করা হলে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।

    তবে এসব অভিযোগ অস্বীকার করে চররুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ রেজা বলেন, আমার বিরুদ্ধে এসকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ষড়যন্ত্র করে আমার ও আমার প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল।

    এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাহিনা আক্তার বলেন, আমরা ইতিমধ্যে ওই প্রধান শিক্ষকের সকল অভিযোগ পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম শেষ করেছি। চুড়ান্ত প্রতিবেদন তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…