এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

    তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৭:৪৩ পিএম
    তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৭:৪৩ পিএম

    সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

    তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৭:৪৩ পিএম

    বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগ বা অগ্রগতি গণমাধ্যম ও লেখনীর মাধ্যমে তুলে ধরা উচিত। শিক্ষাঙ্গনের উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন কিংবা সামাজিক কার্যক্রম—সবকিছুই দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এসব দিক প্রচারের ক্ষেত্রেও দায়িত্বশীলতা প্রয়োজন।সত্য সংবাদ পরিবেশনে সদা প্রস্তুত থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন নোবিপ্রবি উপাচার্য ড.মুহাম্মদ ইসমাইল।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরো বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা জানতে পারবে বলে আশা প্রকাশ করছি। যারা ক্যাম্পাস সাংবাদিকতা করছেন তারা অন্যদের তুলনায় অনেকগুলো এডিশনাল পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে আমি মনে করি। পরবর্তী জীবনে যে পেশাতেই যান না কেন, এই যে এক কদম এগিয়ে থাকা সেটাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অন্যায়-অসঙ্গতি এবং বৈষম্য তুলে ধরতে হবে এবং একই সঙ্গে নিজের মেধাকে শাণিত করতে হবে। আমি আগত প্রশিক্ষক এবং যারা এর আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই।

    শনিবার (২৪ মে) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এসব কথা বলেন।

    প্রশিক্ষণ কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। প্রশিক্ষক হিসেবে ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর চীফ রিপোর্টার জনাব আব্বাস উদ্দিন নয়ন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ করেসপন্ডেন্ট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব জোবায়ের চৌধুরী এবং দৈনিক যুগান্তরের রিপোর্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মাহাদী হাসান। প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ অংশ নেয়।

    পরে সাংবাদিক সমিতির আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় ক্যাম্পাসের সাংবাদিকবৃন্দ এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…