যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সেলিম রেজা ওরফে ডাবলু (৪৫) নামে এক চালককে খুন করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে।
রবিবার (২৫ মে) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ডাবলু চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে চুড়ামনকাটির উত্তরপাড়ার (ব্র্যাক অফিস সংলগ্ন) জয়নাল হোসেনের বাড়ির সামনের মহাসড়কের পাশে ডাবলুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বেলা ৯টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা জানান, ডাবলু একজন ইজিবাইক চালক। তিনি গভীর রাত পর্যন্ত ইজিবাইক চালাতেন। তাদের ধারণা, যাত্রীবেশী দুর্বৃত্তরা ডাবলুকে কুপিয়ে খুন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে।
চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, নিহত ডাবলুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করেছে। ঘটনাস্থলের আশেপাশে কোথাও সিসিটিভি আছে কিনা খোঁজ করা হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে ডাবলুর লাশটি পড়ে ছিলো। কিন্তু তার ইজিবাইকটি পাওয়া যায়নি। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের আধারে ছিনতাইকারীরা তাকে খুন করে ইজিবাইকটি নিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এসকে/আরআই